ভারতে গত বছর বায়ুদূষণের কারণে মৃত ১৭ লাখ, প্রভাব পড়েছে অর্থনীতিতেও: রিপোর্ট

প্রতীকী ছবি সংগৃহীত
প্রতীকী ছবি সংগৃহীত
Published on

২০১৯ সালে বায়ুদূষণের কারণে ভারতে ১৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এরফলে জিডিপি ১.৪ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, ২০১৯ সালে মোট মৃত্যুর ১৮ শতাংশ মৃত্যুই হয়েছে এই বায়ুদূষণের কারণে। ২.৬ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখ দেখেছে অর্থনীতি। সম্প্রতি বায়ুদূষণ ও তার অর্থনৈতিক প্রভাব নিয়ে এই উদ্বেগজনক রিপোর্টটি প্রকাশ্যে এসেছে।

দ্য ইন্ডিয়া স্টেট-লেভেল ডিজিস বার্ডেন ইনিশিয়েটিভ (আইএসএলডিবিআই)-এ বলা হয়েছে, ১৯৯০ ও ২০১৯ সালের মধ্যে বাড়ির ভিতরের বায়ুদূষণের পরিমাণ ৬৪ শতাংশ হ্রাস পেয়েছে, কিন্তু এইসময়ের মধ্যেই বাড়ির বাইরের দূষণের পরিমাণ ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৩০০ জনের বেশি বিজ্ঞানি এবং বিশেষজ্ঞ দেশের মোট ১০০টি প্রতিষ্ঠান এই সমীক্ষাটি চালিয়েছেন যৌথভাবে।রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, এই বায়ুদূষণের কারণে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিও হয়েছে। উত্তর ও মধ্য ভারতে জিডিপির হারও হ্রাস পেয়েছে। এরমধ্যে উত্তরপ্রদেশ (২.২ শতাংশ) ও বিহার (২ শতাংশ)-এর মতো রাজ্য রয়েছে। শুধু তাই নয়, এরফলে অন্যান্য রোগের প্রাদুর্ভাবও দেখা গিয়েছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। যেমন, ফুসফুসের ক্যানসার, ইসকেমিক হার্ট ডিজিস, স্ট্রোক, ডায়াবেটিস, সদ্যোজাতর মৃত্যু পর্যন্ত হচ্ছে। বস্তুত, মানুষের স্বাস্থ্যের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে এই বায়ুদূষণ।

নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল জানিয়েছেন, 'বায়ুদূষণ শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষতিই করছে না, বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়ছে।'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in