Afganistan: বিনা প্রতিরোধে আত্মসমর্পণকারী আফগান বাহিনীর জন্য আমেরিকার খরচ ৮৮.৩ বিলিয়ন ইউ এস ডলার

আফগান নিরাপত্তা বাহিনীর মোট সৈন্য সংখ্যা ৩ লক্ষ ৬৯৯। অন্যদিকে তালিবানি যোদ্ধাদের সংখ্যা মাত্র ৮০ হাজার। অথচ এই অল্প সংখ্যক সৈন্য দিয়েই হেলায় আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানি যোদ্ধারা।
আফগান বাহিনীর শরীর চর্চা
আফগান বাহিনীর শরীর চর্চাছবি তনভীর মালিকের ট্যুইটার ভিডিও থেকে স্ক্রীনশট

আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স (ANDSF)-এর জন্য গত মার্চ ২০২১ পর্যন্ত খরচ করা হয়েছে ৮৮.৩ বিলিয়ন ইউ এস ডলার। যদিও বিশাল অঙ্কের টাকা খরচ করা সত্ত্বেও যেভাবে তালিবানি বাহিনীর সামনে আত্মসমর্পণ করেছে এই বাহিনী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। গত মাসের শেষের দিকেই এই বিষয়ে সতর্ক করা হয়েছিলো আমেরিকাকে।

জানা গেছে আফগান নিরাপত্তা বাহিনীর মোট সৈন্য সংখ্যা ৩ লক্ষ ৬৯৯। অন্যদিকে তালিবানি যোদ্ধাদের সংখ্যা মাত্র ৮০ হাজার। অথচ এই অল্প সংখ্যক সৈন্য দিয়েই হেলায় আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানি যোদ্ধারা। তালিবানি হানাদারির সামনে আফগান নিরাপত্তা বাহিনীর একের পর এক কমান্ডার কোনোরকম প্রতিরোধ গড়ে না তুলেই আত্মসমর্পণ করেছেন।

দ্য গার্ডিয়ানে প্রকাশিত রিপোর্ট অনুসারে, একদিকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ সুসজ্জিত বাহিনীর সঙ্গে অত্যন্ত অল্প অস্ত্র, দুর্নীতিতে জর্জরিত এবং কিছু অংশে ন্যাটোর সমর্থিত এক বাহিনীর মধ্যে ছিলো এই লড়াই।

বলা হচ্ছে, আফগান সেনার ক্ষমতা সম্পর্কে আমেরিকান মিলিটারিরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন। যদিও এই বিষয়ে কখনোই কোনো পর্যালোচনা করা হয়নি। যে কারণে আমেরিকান বাহিনী সরে যেতেই তাসের ঘরের মত ভেঙে পড়েছে আফগানিস্তান। তালিবানিদের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি আফগান বাহিনী।

আমেরিকান এক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিলো, সেনাবাহিনীতে দুর্নীতি বাসা বেঁধেছে। ফলে আফগান বাহিনীর জন্য যে ৮৮.৩ বিলিয়ন ইউ এস ডলার খরচ করা হয়েছে এখন প্রশ্ন উঠেছে সেই অর্থ কীভাবে, কোন খাতে খরচ হয়েছে?

রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, মার্কিন কংগ্রেস এই খরচের বিষয় পর্যালোচনা করতে পারে। কারণ এটা বোঝা দরকার যে আফগান সামরিক বাহিনীকে প্রশিক্ষণের জন্য এত বিশাল ব্যয় করা সত্ত্বেও কেন কয়েক সপ্তাহের মধ্যে তালিবানিদের হাতে তাদের পতন ঘটলো, যে ঘটনা পশ্চিমী রাজনীতিবিদদের হতবাক ও বিভ্রান্ত করেছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই ঘটনা এই প্রশ্নও উত্থাপন করে যে কেন বাইডেন প্রশাসন মনে করেছিল যে, আফগান বাহিনীকে এক দশক ধরে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করার পর এবার এয়ার কভার, লজিস্টিকস, রক্ষণাবেক্ষণ, এবং এএনডিএসএফ গ্রাউন্ড যানবাহনের জন্য প্রশিক্ষণ সহায়তা সহ গুরুত্বপূর্ণ দক্ষতার জন্য তাদের নিজেদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে। গত ৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে, আফগানিস্তানকে পরাজিত করার কোনো সম্ভাবনা নেই।

গত ২০০২ সালে আমেরিকা আফগান বাহিনীর জন্য বহু বিলিয়ন ডলারের প্রশিক্ষণ শুরু করে এবং তিন বছর পর পুলিশ এবং সামরিক উভয় প্রশিক্ষণের নিয়ন্ত্রণ নেয়। আফগান বাহিনীকে তালিবান বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করতে মার্কিন সামরিক প্রশিক্ষকদের প্রায় দুই দশক সময় লেগেছিল।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in