প্রণব মুখার্জির প্রয়াণে শোকস্তব্ধ দেশ, সাত দিনের রাষ্ট্রীয় শোক

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ফাইল ছবি সংগৃহীত
Published on

প্রায় এক মাস দিল্লির সেনা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন প্রণব মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

ভারতরত্ন প্রণব মুখার্জির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ভারতের জাতীয় ক্রিকেট টীমের ক‍্যাপ্টেন বিরাট কোহলি সহ একাধিক বিশিষ্ট ব‍্যক্তিত্ব।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। একটি যুগের অবসান হল। অসাধারণ বিবেকবান ভারতরত্ন প্রণব মুখার্জি ছিলেন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। সর্বদা মাটির কাছাকাছি ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট‍্যুইটারে লেখেন, "ভারতরত্ন প্রণব মুখার্জির প্রয়াণে গোটা ভারত শোকস্তব্ধ। দেশের উন্নয়নে ওনার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। সুপন্ডিত ও রাজনৈতিক জগতের স্তম্ভস্বরূপ ছিলেন উনি। রাজনৈতিক জগতে দলমত নির্বিশেষে এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব‍্যক্তিত্ব।"

রাহুল গান্ধী ট‍্যুইটারে লেখেন, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দুঃখজনক খবরে গোটা দেশ শোকস্তব্ধ। গোটা দেশের সাথে আমিও তাঁকে শ্রদ্ধা জানাই। তাঁর শোকার্ত পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা।"

বিরাট কোহলি লেখেন, "দেশ একজন ব্রিলিয়ান্ট নেতাকে হারালো। প্রণব মুখার্জির মৃত্যুর খবরে আমি মর্মাহত। ওনার পরিবারের প্রতি সমবেদনা।"

সিপিআইএমের পক্ষ থেকে ট‍্যুইটারে শোকপ্রকাশ করে বলা হয়েছে, "প্রণবদার ছেলে অভিজিৎ ও মেয়ে শর্মিষ্ঠার প্রতি গভীর সমবেদনা। সমস্ত‌ রাজনৈতিক দলগুলোর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল প্রণব মুখার্জির। ওনার অভাব বোধ করবে সবাই।"

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in