
করোনার বিরুদ্ধে এবার দেশ ব্যাপী লকডাউন। আজ রাত বারোটা থেকে আগামী তিন সপ্তাহের জন্য এই বিধিব্যবস্থা জারি করল কেন্দ্রীয় সরকার। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতি ভাষণ দিতে গিয়ে এই ঘোষণা করেন। তাঁর বক্তব্য এই তিন সপ্তাহ দেশবাসী গৃহবন্দী হয়ে থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা যায়। এই কয়েক সপ্তাহ মানুষ নিয়ম না মানলে ২১ বছর পিছিয়ে যাবে।
এই লড়াইয়ে দেশকে জেতাতে আজ রাত থেকে কার্যত স্বেচ্ছায় ঘরবন্দি হচ্ছেন ১৩০ কোটি দেশবাসী।
বিশ্বের আর ১৯৬ টি দেশের সঙ্গে ভারতেও থাবা বসিয়েছে নভেল করোনা ভাইরাস। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই। রবিবার একদিনেই ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা ভারতে রেকর্ড। অবশ্য গত কয়েক দিন ধরেই নিজের রেকর্ড নিজেই ভাঙছে করোনা। শুক্র, শনি ও রবি এই তিন দিনে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫২, ৬৪ ও ৮২। এর থেকেই স্পষ্ট কীভাবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে এই মারণ ভাইরাস।
বিশেষজ্ঞরা বলছেন আমাদের দেশে করোনার দ্বিতীয় পর্যায়ে আছে। এই স্টেজের ঠিক পরের পর্যায়েই গোটা দেশে করোনা মহামারীর রূপ নেবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন