শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন, সবথেকে ধনী ও দরিদ্র প্রার্থী একই কেন্দ্রে

ছবি প্রতীকী সংগৃহীত
ছবি প্রতীকী সংগৃহীত

আর মাত্র কয়েক ঘন্টা পর পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের উৎসব শুরু। পশ্চিমবঙ্গের দুটি আসন সহ দেশের মোট ৯১টি আসনের ১,২৬৬ জন প্রার্থীর নির্বাচনের জন্য প্রথম দফার ভোটগ্রহণ আগামীকাল। প্রথম দফার নির্বাচনের আগেই এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (ADR) নামের NGO এবারের সবথেকে ধনী ও গরিব প্রার্থীর নাম প্রকাশ করল। আশ্চর্যজনকভাবে সবথেকে ধনী ও সবথেকে গরিব প্রার্থী একই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ADR-এর রিপোর্ট অনুযায়ী, তেলেঙ্গানার চেভেল্লা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি এবারের নির্বাচনে স্বঘোষিত সবথেকে ধনী প্রার্থী। তাঁর পারিবারিক সম্পত্তি প্রায় ৮৯৫ কোটি টাকার। রেড্ডির নিজের নামে ২২৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। তাঁর স্ত্রী কে সঙ্গীতা রেড্ডির নামে রয়েছে ৬১৩ কোটি টাকার সম্পত্তি। বর্তমানে অ‍্যাপোলো হাসপাতালের জয়েন্ট ম‍্যানেজিং ডিরেক্টরের পদে রয়েছেন সঙ্গীতা রেড্ডি। এঁদের ওপর নির্ভরশীল সন্তানের স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৬৬ কোটি টাকা। ২০১৪ সালে বিশ্বেশ্বর রেড্ডির পারিবারিক সম্পত্তির পরিমাণ ছিল ৫২৮ কোটি টাকা।

ওই চেভেল্লা কেন্দ্রেই JDU-র টিকিটে লড়ছেন প্রেমকুমার নাল্লা। প্রেমকুমারের হলফনামা অনুযায়ী তাঁর সম্বল মাত্র ৫০০ টাকা। আগামীকাল এই কেন্দ্রের ভোটগ্রহণ।

প্রথম দফার প্রার্থীদের মধ্যে দ্বিতীয় ধনী হলেন তেলেঙ্গানার বিজয়ওয়াড়া কেন্দ্রের YSR কংগ্রেসের প্রার্থী প্রসাদ ভি পটলুরি। অপরদিকে ওড়িশার কোরাপুট কেন্দ্র থেকে সিপিআই(এমএল)-রেডস্টারের হয়ে লড়াই করছেন বছর সাতাশের রাজেন্দ্র কেন্দ্রুকা। রাজেন্দ্রর ভোটযুদ্ধে পুঁজি মাত্র ৫৬৫ টাকা। রাজেন্দ্র নির্বাচনের দ্বিতীয় দরিদ্র প্রার্থী।

প্রথম দফার ১,২৬৬ জন প্রার্থীর মধ্যে ৪০১ জন প্রার্থী কোটিপতি। কংগ্রেসের কোটিপতি প্রার্থীর সংখ্যাই বেশি। রিপোর্টে আরও উল্লেখ রয়েছে, প্রায় ৭০ জন কোটিপতি তাঁদের আয়কর রিটার্ন প্রকাশ করেননি।

(ছবি ফেসবুক থেকে সংগৃহীত)

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in