লোকসভা নির্বাচন - কিছু অজানা তথ্য

গ্রাফিক্স - তৌসিফ হক
গ্রাফিক্স - তৌসিফ হক

আগামী ১১ এপ্রিল শুরু হচ্ছে সাত দফার সপ্তদশ লোকসভার নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে এক নজরে দেখে নেওয়া যাক লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিছু তথ্য।

দেশে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে। যে নির্বাচনে খরচ হয়েছিলো ১০.৪৫ কোটি টাকা। ২০১৪ সালের ষোড়শ সাধারণ নির্বাচনে খরচ হয়েছিলো ৩,৮৭০.৩ কোটি টাকা।

প্রথম লোকসভা নির্বাচনে ৪৮৯ টি আসনের জন্য ভোট নেওয়া হয়েছিলো। ১৯৭৭ সালে আসন সংখ্যা বেড়ে হয় ৫৪৩।

১৯৫২ সালের নির্বাচনে ৫৩টি রাজনৈতিক দল এবং ৫৩৩ জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৬৪ টি রাজনৈতিক দল এবং ৩,২৩৪ জন প্রার্থী।

২০১৯-এর লোকসভা নির্বাচনে ভোটারের সংখ্যা ৯০০ মিলিয়ন এবং যার মধ্যে ১৫ মিলিয়ন ভোটারের ব্যস ১৮-১৯ বছরের মধ্যে।

২০১৪-র নির্বাচনে দেশে মোট পোলিং বুথের সংখ্যা ছিলো ৯ লাখ। ২০১৯ সালে দেশে পোলিং বুথের সংখ্যা হতে চলেছে ১০ লাখ।

দেশে নির্বাচনের খরচ বহন করে ভারত সরকার। যদিও নির্বাচনী পর্যবেক্ষকদের খরচ বহন করে নির্বাচন কমিশন।

যখন লোকসভা নির্বাচনের সঙ্গে কোনো রাজ্যে বিধানসভা নির্বাচন হয় সেক্ষেত্রে খরচ ভাগ হয় ৫০:৫০ অনুপাতে।

২০১৪ সালের নির্বাচনে দেশের ৮টি কেন্দ্রে ভিভিপ্যাট ব্যবহার করা হয়েছিলো। ২০১৯-এর নির্বাচনে দেশের সমস্ত কেন্দ্রে ভিভিপ্যাট ব্যবহার করা হবে।

২০১৪ সালে দেশের সাধারণ নির্বাচনে প্রথম ‘নোটা’ চালু হয়।

এবারের নির্বাচনে প্রথম ইভিএম এবং পোস্টাল ব্যালটে প্রার্থীর ছবি দেওয়া হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in