
আর কিছুক্ষণ পরেই সাধারণ বাজেট ঘোষণা। আজ বেলা ১১টা থেকে ২০২১-২২ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই অর্থমন্ত্রক দপ্তরে পৌঁছে গেছেন তিনি। এখান থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি এবং তাঁর কর্মকর্তাদের কাছে বাজেট এবং এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করবেন। ফিনান্স বিল বা অর্থ বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সংসদে আসবেন নির্মলা সীতারামন। বাজেট পেশ করার জন্য মন্ত্রিপরিষদের অনুমোদন চাইবেন তিনি। মন্ত্রিপরিষদের সম্মতির পর ১১টা থেকে লোকসভায় বাজেট পেশ করবেন তিনি।
দেশে করোনা মহামারীর পর এটাই প্রথম কেন্দ্রীয় বাজেট। যে মহামারীর ফলে দেশের অর্থনীতিতে জোর ধাক্কা লেগেছে। মহামারীর সময় প্রায় ১৪ কোটি মানুষ কাজ হারিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। এই পরিস্থিতিতে কীভাবে কর্মসংস্থান বাড়ানো হবে তার দিশার আশায় সাধারণ মানুষ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন