UPSC: দ্বিতীয় প্রচেষ্টায় ১৩৬ তম স্থান, তাতেও সন্তুষ্ট না হয়ে ফের পরীক্ষায় বসা, এবার টপার হলেন আদিত্য

People's Reporter: আদিত্য বেঙ্গালুরুতে একটি কোম্পানিতে চাকরীর পাশাপাশি সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন। এরপর চাকরী ছেড়ে দেন তিনি।
আদিত্য শ্রীবাস্তব
আদিত্য শ্রীবাস্তব ছবি - আদিত্যর এক্স হ্যান্ডেল

মঙ্গলবার প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০২৩ –এর ফলাফল। যাতে শীর্ষ স্থান দখল করেছেন লখনউয়ের আদিত্য শ্রীবাস্তব। এটা তাঁর তৃতীয় প্রচেষ্টা।

আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হওয়া আদিত্য শ্রীবাস্তবের ইউপিএসসিতে প্রথম হওয়ার নেপথ্যে রয়েছে কঠোর অধ্যায়ন। লখনউয়ের বাসিন্দা আদিত্য মাওয়াইয়া স্থানীয় স্কুলেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং তারপরে তিনি আলীগঞ্জের সিটি মন্টেসরি স্কুলে যোগ দেন। আদিত্যের বাবা কেন্দ্রীয় নিরীক্ষা বিভাগের একজন অডিট অফিসার এবং মা গৃহবধু। রিপোর্ট অনুযায়ী, তাঁর ছোট বোনও সিভিল সার্ভিসে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর আদিত্য বেঙ্গালুরুতে একটি কোম্পানিতে চাকরী করতেন। পাশাপাশি সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন আদিত্য। এরপর সিভিল সার্ভিসে পুরোপুরি মনযোগ দেওয়ার জন্য চাকরী ছেড়ে দেন তিনি।

দ্বিতীয় প্রচেষ্টায় ১৩৬ তম স্থান দখল করেন তিনি। সেই সময় আইপিএসের জন্য নির্বাচিত হন। আইপিএস প্রশীক্ষণের পাশাপাশি ফের চেষ্টা করতে থাকেন তিনি। অবশেষে ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষ স্থান করেন আদিত্য।  

ফলাফল ঘোষণার পর আদিত্য তাঁর পরিবার ও বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর পাশে থাকার জন্য। নিজের এক্স হ্যান্ডেলে রেজাল্টের একটি স্ক্রিনশট দিয়ে আদিত্য লেখেন, "এই যাত্রা আমি সারাজীবন মনে রাখব, যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। স্বপ্ন সত্যি হয় ।" 

আদিত্য জানান, দায়িত্ব গ্রহণ করার পরে, প্রথমে জনগণের জন্য সরকার কর্তৃক প্রবর্তিত সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। শিশুদের জন্য কিছু কাজ করটে চান তিনি।

আদিত্য শ্রীবাস্তব
Gujrat: ২০০ কোটির সম্পত্তি দান করে সন্ন্যাসী হতে চলেছেন গুজরাটের ধনকুবের দম্পতি!
আদিত্য শ্রীবাস্তব
অ্যান্টার্কটিকায় খুলল ভারতের তৃতীয় ডাকঘর, জনশূন্য বরফের দেশে বসে চিঠি লিখবেন ভারতীয় বিজ্ঞানীরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in