Cyclone Michaung: কবে কোথায় আছড়ে পড়বে মিগজাউম? বাংলায় কতটা প্রভাব? জানাল হাওয়া অফিস
বছরের শেষে দুর্যোগের চোখ রাঙানি। ডিসেম্বরেই আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড়। নাম হবে মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নাম। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতেই উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলীয় জেলাগুলিতে আছড়ে পড়ার সম্ভবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। প্রভাব পড়তে পারে ওড়িশাতেও বলে জানা যাচ্ছে। আর ওড়িশার পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ। তাহলে কী বছরের শেষে বাংলাতেও দূর্যোগের সম্ভাবনা?
আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার রাতেই আন্দামান সাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় যেহেতু তৈরিই হয়নি, তাই কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর। সোমবার এই ঘূর্ণিঝড় পৌঁছাবে তামিলনাড়ু উপকূলে। এরপর কোন দিকে গতি হয় তার উপর নজর থাকবে আবহাওয়াবিদদের।
এই ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদের উপকুলে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সাগর এলাকায় শুক্রবার ও শনিবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এই ঘুর্ণিঝড়ের জেরে আগামী রবিবার এবং সোমবার তামিলনাড়ু উপকূল, অন্ধ্র প্রদেশের উপকূলীয় এবং অভ্যন্তরীণ অংশে 'কমলা' সতর্কতা জারি করেছে আইএমডি। আগামী চারদিন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। উত্তাল থাকবে সমুদ্র। করাইকাল, পুদুচেরি, মাহে সহ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে ও তামিলনাড়ুতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগতসিংহপুর, পুরী, খুরদা এবং গঞ্জামকেও বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, শনিবার চেন্নাই ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরের উপকূল ও তৎসংলগ্ন এলাকায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা। চেন্নাই, তামিলনাডুর উত্তর উপকূলীয় ও পার্শ্ববর্তী অভ্যন্তরীণ এবং ব-দ্বীপ জেলাগুলিতে হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে আইএমডি।
এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় খুব বেশি প্রভাব পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহান্তে আবহাওয়ার বদল ঘটতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। মেঘলা থাকবে আকাশ। যার ফলে তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন