

গ্রাহকদের জন্য নতুন ফিচার্স নিয়ে হাজির হলো জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। দেরি না করে শীঘ্রই নিজের মোবাইল ফোন আপডেট করে ফেলুন। আর উপভোগ করুন নয়া ফিচার্স।
হোয়াটসঅ্যাপ প্রতি আপডেটেই ছোটো ছোটো ফিচার্স বা বৈশিষ্ট্য যোগ করে। গ্রাহকের কাছে আরও কীভাবে গ্রহণযোগ্য হয় উঠবে তার জন্যই এমন প্রচেষ্টা। এবারে আপডেটের মাধ্যমে পাবেন একগুচ্ছ ফিচার্স। এখন থেকে একটি গ্রুপে ১ হাজার ২৪ জনকে একসাথে রাখা যাবে। আগে গ্রুপে ২০০ জনকে রাখা যেত। পরে তা বাড়িয়ে ৫১২ করা হয়েছিল। গ্রুপের কোনো সদস্য বেরিয়ে গেলে তার নোটিফিকেশন যাবে গ্রুপ অ্যাডমিনের কাছে। গ্রুপ অ্যাডমিন এবার থেকে গ্রুপের অন্য কারুর মেসেজ সকলের জন্য ডিলিট করতে পারবে।
হোয়াটসঅ্যাপের অন্যতম আকর্ষণ হলো স্ট্যাটাস। নয়া ফিচার্সের ফলে অন্যের স্ট্যাটাসেও রিঅ্যাকশন দিতে পারবেন। নিজের হোয়াটসঅ্যাপ কল শেয়ার করার জন্য নিজেই লিঙ্ক তৈরি করতে পারবেন। ৩২ জনের সাথে একই সময়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলা যাবে।
কোনো ছবিতে এখন থেকে রিঅ্যাকশনের পাশাপাশি পোল অর্থাৎ ভোটও দেওয়া যাবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ কমিউনিটি বলে একটি ফিচার্স আসছে। এর ফলে অনেক গ্রুপ একসাথে রেখে কথা বলা যাবে। এবার থেকে ডকুমেন্টগুলি পাঠানোর পাশাপাশি তাতে ক্যাপশনও দেওয়া যাবে। ফলে অতি সহজেই ছবিগুলো শনাক্ত করা যাবে।
হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য নতুন ফিচার্স আনতে চলেছে মেটা। আরও ভালো করে ব্যবহারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিটা ভার্সন ব্যবহারকারীরা এই নয়া সংযোজন ইতিমধ্যেই অ্যানড্রয়েড ও আইওএস-এ উপভোগ করতে পারছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন