চাঁদের সাথে ৫টি গ্রহ একই সরলরেখায়! মঙ্গলবার ফের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী

অনেকে টেলিস্কোপের মাধ্যমে দেখতে পারেন এই মহাজাগতিক দৃশ্য। সূর্যাস্তের পরেই দৃশ্যটি দেখা যেতে পারে। ওই একই সারিতে দেখা যাবে পৃথিবীর উপগ্রহ চাঁদকেও।
সৌরজগত
সৌরজগতছবি - সংগৃহীত
Published on

কয়েকদিন আগেই রাজ্যবাসী এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থেকেছে। চাঁদ ও শুক্র গ্রহের এতো কাছাকাছি অবস্থান এর আগে দেখা যায় নি। মঙ্গলবারেও অন্য এক মহাজগতিক ঘটনা ঘটবে মহাকাশে। এক সরলরেখায় দেখা যাবে সৌরজগতের পাঁচ গ্রহকে।

মহাকাশ বিজ্ঞানীদের মতে, সৌরজগতের প্রতিটি গ্রহই সূর্যকে কেন্দ্র করে একটি তলে অনবরত ঘুরে চলেছে। কারুর গতিবেগ বেশি, আবার কারুর কম। নির্দিষ্ট কক্ষতলে ঘুরতে ঘুরতে গ্রহগুলির একই সরলরেখায় চলে আসার সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনাই বাস্তবে পরিণত হচ্ছে মঙ্গলবার।

আজকে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাসকে এক সরলরেখায় দেখা যাবে। তবে খালি চোখে গ্রহের অবস্থান দেখা নাও যেতে পারে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের আকাশের স্বচ্ছতার ওপর নির্ভর করছে দৃশ্যটি দেখার। ইউরেনাসকে খালি চোখে দেখতে পাওয়া কার্যত অসম্ভব। তবে অনেকে টেলিস্কোপের মাধ্যমে দেখতেই পারেন। সূর্যাস্তের পরেই দৃশ্যটি দেখা যেতে পারে। ওই একই সারিতে দেখা যাবে পৃথিবীর উপগ্রহ চাঁদকেও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার চাঁদের ঠিক নিচেই কিছুক্ষণের জন্য শুক্র গ্রহকে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় চাঁদের সেই ছবি ভাইরাল হয়েছিল। অনেকেই এটিকে মজা করে 'চন্দ্রবিন্দু' লিখেছিলেন। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন ওই দিন কিছু সময়ের জন্য শুক্র গ্রহকে ঢেকে ফেলেছিল চাঁদ। পরে ধীরে ধীরে শুক্র ও চাঁদের মধ্যে ব্যবধান বাড়তে থাকে। যার জেরেই ওই দৃশ্যের সাক্ষী থেকেছিলেন অনেকে।

সৌরজগত
‘মোদীর ভয়-ভীতি প্রদর্শনের রাজনীতি' - জোট বেঁধে লড়াইয়ের সিদ্ধান্ত ১৮ বিরোধী দলের
সৌরজগত
তিলজলায় নাবালিকা 'খুনে' রাজ্যের কাছে রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in