টুইটারের আয় কমেছে ৪০%, গণহারে কর্মী ছাঁটাই করেও নিস্তার নেই মাস্কের

গত নভেম্বরে, মাস্ক ভবিষ্যদ্বাণী করেছিলেন, দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার। খরচ কমানোর জন্য কয়েক হাজার কর্মীকে বরখাস্ত করেন তিনি। এমনকি, সারা বিশ্বে অনেক অফিসও বন্ধ করে দেন।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী

অনেক চেষ্টা করেও টুইটারের আয় বাড়াতে পারছেন না এলন মাস্ক। শনিবার, মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রীট জার্নাল (The Wall Street Journal) এক রিপোর্টে এলন মাস্কের কোম্পানির ৪০ শতাংশ আয় কমার দাবি করেছে।

জানা যাচ্ছে, ২০২২ সালের ডিসেম্বরে টুইটারের রাজস্ব এবং সামঞ্জস্যপূর্ণ আয় কমেছে ৪০ শতাংশ। বিশেষ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার পরে সোশ্যাল-মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার ছেড়ে দিয়েছে একটা বড় অংশের বিজ্ঞাপনদাতা।’

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে - ডিসেম্বরে টুইটারের রাজস্ব এবং সামঞ্জস্যপূর্ণ আয় - উভয় ক্ষেত্রেই ৪০ শতাংশ আয় হ্রাস পেয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ব্যাঙ্কের সুদ প্রদান করছে সংস্থাটি। কারণ, মাস্ককে টুইটার কিনতে ব্যাঙ্ক থেকে ১৩ মিলিয়ন ডলার ধার নিতে হয়েছিল। সংস্থার আয় থেকে সুদ বাবদ একটা বড় পরিমাণ অর্থ দিতে হচ্ছে মাস্ককে।

তবে, এই রিপোর্ট নিয়ে এখনই কোনও মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ।

গত নভেম্বরে, মাস্ক ভবিষ্যদ্বাণী করেছিলেন - দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার। খরচ কমানোর জন্য কয়েক হাজার কর্মীকে বরখাস্ত করেন তিনি। এমনকি, সারা বিশ্বে অনেক অফিসও বন্ধ করে দেন। কর্মীদের ডেস্কও শেয়ার করতে দেখা গেছে।

রিপোর্টে জানা যাচ্ছে, টুইটার অধিগ্রহণের এক মাসের মধ্যেই শীর্ষ ১০০ বিজ্ঞাপনদাতার অর্ধেককে হারিয়েছে মাস্ক। তবে, পরে কিছু বিজ্ঞাপনদাতা টুইটার প্ল্যাটফর্মে ফিরে এসেছেন।

গত মাসে মাস্ক বলেছিলেন, রিপ্লাই থ্রেডে প্রদর্শিত বিজ্ঞাপনগুলির জন্য, শীঘ্রই বিজ্ঞাপন নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগ করে নেওয়া শুরু করবে টুইটার।

একইসঙ্গে, টুইটার প্ল্যাটফর্মে অপ্রাসঙ্গিক এবং বিরক্তিকর বিজ্ঞাপন দেখানোর জন্য ক্ষমা চান মাস্ক। তিনি বলেন, অ্যালগরিদম উন্নত করার জন্য সংশোধনমূলক ব্যবস্থা নিচ্ছে টুইটার।

এক টুইট বার্তায় তিনি জানান, ‘টুইটারে আসা বিজ্ঞাপনগুলি কখনও কখনও খুব দীর্ঘ হয়। যা ইউজারদের বিরক্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। আগামী দিনে সেগুলোর সমাধান করা হবে।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in