Threads: টুইটারের সবচেয়ে বড় প্রতিযোগী; ৭ ঘণ্টায় ১০ মিলিয়ন সাইন আপ, দুই প্ল্যাটফর্মের পার্থক্য কোথায়?

মেটার (Meta) তৈরি এই টেক্সট ভিত্তিক অ্যাপ লঞ্চ হওয়ার মাত্র ৭ ঘণ্টার মধ্যেই ১০ মিলিয়ন সাইন আপ হয়েছে। মেটার সিইও মার্ক জুকারবার্গ নিজের অফিসিয়াল থ্রেড অ্যাকাউন্ট থেকে একথা জানিয়েছেন।
 টুইটারের সবচেয়ে বড় প্রতিযোগী থ্রেডস
টুইটারের সবচেয়ে বড় প্রতিযোগী থ্রেডসফাইল ছবি

সোশ্যাল মিডিয়ায় টুইটারের জমানা কি শেষ হতে চললো? এই মুহূর্তে প্রযুক্তিজগতে সবথেকে বেশি আলোচ্য বিষয় মনে হয় এটাই। সৌজন্যে সদ্য লঞ্চ হওয়া একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম – থ্রেডস (Threads)। যাকে টুইটারের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে মনে করা হচ্ছে।

মেটার (Meta) তৈরি এই টেক্সট ভিত্তিক অ্যাপ লঞ্চ হওয়ার মাত্র ৭ ঘণ্টার মধ্যেই ১০ মিলিয়ন সাইন আপ হয়েছে। মেটার সিইও মার্ক জুকারবার্গ নিজের অফিসিয়াল থ্রেড অ্যাকাউন্ট থেকে একথা জানিয়েছেন।

থ্রেডস-কে এলন মাস্কের মালিকানাধীন টুইটারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। গত বছর টুইটারের মালিকানা বদলের পর থেকে একাধিক পরিবর্তন দেখেছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি। যদিও থ্রেড কিছুটা আলাদা টুইটারের থেকে।

মেটা জানিয়েছে, থ্রেডস ব্যবহারকারীরা ৫০০ অক্ষর পর্যন্ত পোস্ট করতে পারবে। অন্যদিকে আনভেরিফাইড টুইটার ব্যবহারকারীরা একটি পোস্টে সর্বোচ্চ ২৮০টি অক্ষর লিখতে পারবেন। এছাড়াও, একটি ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থ্রেডসে তাদের নীল ব্যাজ বজায় রাখতে পারে। টুইটার ইতিমধ্যেই এই ব্লু ব্যাজ টিকিয়ে রাখার জন্য প্রতি মাসে ৮ ডলার করে নিচ্ছে। যে গ্রাহকরা এই পরিমাণ টাকা দিচ্ছেন, তারা একসাথে ২৫০০০ অক্ষর পোস্ট করতে পারবেন। মেটা তাদের নতুন প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত এইধরনের কোনও বিকল্প ব্যবস্থা রাখেনি।

থ্রেডে, আনভেরিফাইড ব্যবহারকারীরা পাঁচ মিনিটের ভিডিও পোস্ট করতে পারবে। টুইটারে, যাদের লোভনীয় ব্লু ব্যাজ নেই তারা ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও পোস্ট করতে পারে।

টুইটারের হোমপেজে ব্যবহারকারীরা সেই মুহূর্তের ট্রেন্ডিং বিষয়গুলো দেখা পান এবং তাঁদের আগ্রহের বিষয়গুলিও আসে। কিন্তু এই মুহূর্তে থ্রেডে কী আছে তা অন্বেষণ করার একমাত্র উপায় হল হোম ফিডের মাধ্যমে স্ক্রোল করা৷

থ্রেডস-এ থ্রেডিংয়ের অভিজ্ঞতাও আলাদা। অনলাইনে শেয়ার হওয়া দুটি অ্যাপেরই স্ক্রিনশট অনুসারে, থ্রেডস-এ একটি থ্রেড শুরু করতে একজন ব্যবহারকারীকে তিনবার এন্টার চাপতে হবে। টুইটারে, প্লাস বোতামে ক্লিক করেই এটি করা যেতে পারে।

থ্রেডস-এর কাছে এই মুহূর্তে পোস্টের খসড়া সংরক্ষণ করার বিকল্প নেই বলেই মনে করা হচ্ছে। টুইটারের এই বৈশিষ্ট্যটি রয়েছে।

থ্রেড ব্যবহারকারীদের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। থ্রেডসে প্রোফাইল তৈরি করার সময়, অ্যাপটি বিদ্যমান ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ফলোয়ারদের ইম্পোর্ট করার অপশন দেবে।

 টুইটারের সবচেয়ে বড় প্রতিযোগী থ্রেডস
Social Media: সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা ১০ হাজার? নির্বাচনের মুখে পেতে পারেন সরকারি বিজ্ঞাপন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in