

পূর্ব চীন সাগর থেকে ধেয়ে আসছে ২০২২-র ভয়ঙ্কর টাইফুন (ঘূর্ণিঝড়) হিন্নামনর। যা নিয়ে বেশ আতঙ্কে রয়েছে চীন, জাপান সহ একাধিক উপকূলীয় দেশ। বর্তমানে টাইফুনটির গতিবেগ রয়েছে ঘন্টায় ২৫৭ কিলোমিটার।
ইউ এস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তরফ থেকে বলা হয়েছে, ভয়ঙ্কয় ঘূর্ণিঝড়টির বেগ ২৫৭ কিমি থেকে বেড়ে ৩১৪ কিমি পর্যন্ত হতে পারে। সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাসেরও পূর্বাভাস দিয়েছে তারা। ১৫ মিটার অর্থাৎ ৫০ ফুট উঁচুতে ঢেউ উঠতে পারে। তবে কিছুদিন পর এই ঝড়টি শক্তি কিছুটা কমবে বলে মনে করছে তাঁরা। জাপানের এক আবহাওয়া দপ্তরের আধিকারিকের মতে বিশাল গতির ঝোড়ো হাওয়ার জন্য এটি ২০২২ সালের সব থেকে বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।
হংকং অবজারভেটরি জানিয়েছে, বুধবার সকাল ১০-১১টা নাগাদ জাপানের ওকিয়ানা থেকে ২৩০ কিমি দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। রিউকিউ দ্বীপের দিকে দক্ষিণ-পশ্চিম অভিমুখে ঘন্টায় ২২ কিলোমিটার বেগে এগোচ্ছে ঝড়টি।
কলোরাডো স্টেট ইউনিভার্সিটির সিজনাল স্টর্ম ফোরকাস্ট-র প্রধান ফিল ক্লটজবাচ বলেন, এর আগে এই ধরণের পরিস্থিতি হয়েছিল ১৯৬১ এবং ১৯৯৭ সালে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হত আটলান্টিক মহাসাগরের বুকে। বর্তমানে তার প্রভাব কিছুটা কমেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন