প্রয়োজন নেই নম্বর বদলের, কাজ চলবে পুরানো কার্ডেই, প্যান ২.০ নিয়ে বিভ্রান্তির মাঝেই বার্তা কেন্দ্রের

People's Reporter: নয়া প্যান কার্ডে কিউআর কোর্ড থাকবে বলেও জানায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আর নয়া কার্ডের কথা সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে নানা বিভ্রান্তির জন্ম দেয়।
প্রয়োজন নেই নম্বর বদলের, কাজ চলবে পুরানো কার্ডেই, প্যান ২.০ নিয়ে বিভ্রান্তির মাঝেই বার্তা কেন্দ্রের
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

সোমবারই প্যান ২.০ চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র সরকার। এই নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দেওয়ায় মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে যাঁদের কাছে প্যান কার্ড রয়েছে, তাঁদের নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে না। এমনকি প্যান নম্বর বদলেরও কোনও প্রয়োজন নেই।

সোমবার মন্ত্রিসভায় প্যান ২.০ চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এটি ঘোষণা করা হয়। নয়া প্যান কার্ডে কিউআর কোর্ড থাকবে বলেও জানায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আর নয়া কার্ডের কথা সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে নানা বিভ্রান্তির জন্ম দেয়। প্রশ্ন উঠতে শুরু করে, সবাইকে কি নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে? নতুন কার্ড আসলে কি বদলে যাবে নম্বর? এছাড়া, যাঁদের ঠিকানা বদল হয়েছে, তাঁদের সেই পুরানো ঠিকানায় যদি কার্ড পাঠায় তাহলে কী হবে? যাঁদের কার্ডে কিউআর কোর্ড নেই, তাঁদের কি নতুন করে আবেদন করতে হবে?

এহেন নানা বিভ্রান্তির মধ্যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, যাঁদের প্যান কার্ড ইতিমধ্যেই রয়েছে, তাঁদের আর নতুন করে আবেদন করতে হবে না। এমনকি তাঁদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও (PAN) বদল হবে না। তবে যাঁরা প্যান কার্ডে নাম, ঠিকানা, ই-মেল, মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তাঁরা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে সে জন্য নতুন কার্ড ব্যবস্থা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, যাঁদের ঠিকানা বদল হয়েছে, তাঁদের চিন্তার কারণ নেই। পুরানো ঠিকানায় কার্ড যাবে না। প্যান ২.০ তে কিউআর কোর্ড থাকলে কী লাভ হবে? সাধারণ মানুষের এই প্রশ্নের উত্তরে অর্থ মন্ত্রকের বক্তব্য, কিউআর কোড থাকলে প্যান ও প্যান কার্ডের তথ্য, যেমন ছবি, সই, নাম, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখ যাচাই করতে সুবিধা হয়। যাঁদের কাছে কিউআর কোড-হীন প্যান কার্ড আছে, তাঁরা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন। তা এখন বা ‘প্যান ২.০’ চালু হওয়ার পরেও করা যাবে।

এছাড়া ব্যবসায়ী, শিল্প সংস্থাগুলির জন্য কেন্দ্র জানিয়েছে, ২০২৩ সালের বাজেটেই ঘোষণা করা হয়, সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে। ওই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েই সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে। এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে। তবে নয়া কার্ড চালু হলে সমস্ত কাজকর্ম একটি পোর্টালেই হবে। অন্যদিকে, যাঁদের কাছে একাধিক প্যান কার্ড আছে তাঁদের অবিলম্বে স্থানীয় অ্যাসেসিং অফিসারকে জানিয়ে বাতিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কারণ আয়কর আইন অনুযায়ী একটার বেশী প্যান থাকতে পারে না।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in