তাপপ্রবাহের পরিমাণ অনেকটাই বেড়েছে, দেশের নতুন তিন এলাকাকে হটস্পট ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহানামা সেন্টার অফ এক্সিলেন্স ইন ক্লাইমেট চেঞ্জ রিসার্চের যৌথ উদ্যোগে একটি সমীক্ষা চালানো হয়।
তাপপ্রবাহের পরিমাণ অনেকটাই বেড়েছে, দেশের নতুন তিন এলাকাকে হটস্পট ঘোষণা কেন্দ্রের
ছবি - NASA Earth observatory

প্রচণ্ড তাপপ্রবাহ, দাবদাহ চলছে দেশের বিভিন্ন রাজ্যে। তার মধ্যে সমীক্ষা চালিয়ে তিনটি এলাকাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকার বাসিন্দারা যাতে সবরকম সুবিধা পান, তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনই চিন্তাভাবনাই করছে কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহানামা সেন্টার অফ এক্সিলেন্স ইন ক্লাইমেট চেঞ্জ রিসার্চের যৌথ উদ্যোগে একটি সমীক্ষা চালানো হয়। সমীক্ষা রিপোর্ট ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্লাইমেটোলজিতে প্রকাশিত হয়েছে। গত সাত দশক ধরে ভারতের বিভিন্ন এলাকায় যেভাবে তাপপ্রবাহ ও অতি তাপপ্রবাহের মাত্রার পরিবর্তন ঘটেছে, তার উপর সমীক্ষা চালানো হয়।

সমীক্ষায় উঠে এসেছে, অর্ধশতকেরও বেশি সময় ধরে দেশের উত্তর–পশ্চিম, মধ্য ও দক্ষিণ–মধ্য এলাকায় প্রচণ্ড তাপপ্রবাহ হচ্ছে। ওই এলাকায় এই তাপপ্রবাহের পরিমাণ গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। এই তিনটি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্র বিবৃতি দিয়ে জানিয়েছে, এই হটস্পট এলাকায় বাসিন্দাদের জন্য অ্যাকশন প্ল্যান প্রয়োজন। সমীক্ষায় নতুন তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, গত কয়েক দশকে তাপপ্রবাহ এলাকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহার এলাকা থেকে সরে উত্তর–পশ্চিম, মধ্য ও দক্ষিণ–মধ্য এলাকায় সরে গিয়েছে।

দেশের দক্ষিণ প্রান্ত, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মতো এলাকায় তাপপ্রবাহ ভবিষ্যতে আর বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের শারীরিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in