Sputnik V: ৫% GST সহ আমদানি করা রাশিয়ান ভ্যাকসিনের প্রতি ডোজের দাম প্রায় ৯৯৫ টাকা

রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি-র প্রতি ডোজের দাম পড়বে ৯৪৮ টাকা এবং এর সঙ্গে যুক্ত হবে ৫% জিএসটি। অর্থাৎ প্রতিটি স্পুটনিক ভি-র ডোজের সম্ভাব্য দাম প্রায় ৯৯৫ টাকা। আগামী সপ্তাহ থেকেই এই ভ্যাকসিন পাওয়া যাবে
Sputnik V: ৫% GST সহ আমদানি করা রাশিয়ান ভ্যাকসিনের প্রতি ডোজের দাম প্রায় ৯৯৫ টাকা
ছবি ডঃ রেড্ডিজ ল্যাবরেটরি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রাশিয়ান কোভিড ভ্যাকসিন Sputnik-V-র প্রতি ডোজের দাম পড়বে ৯৪৮ টাকা এবং এর সঙ্গে যুক্ত হবে ৫% জিএসটি। অর্থাৎ প্রতিটি স্পুটনিক ভি-র ডোজের সম্ভাব্য মোট দাম পড়বে প্রায় ৯৯৫ টাকা। আগামী সপ্তাহ থেকেই এই ভ্যাকসিন পাওয়া যাবে।

কোভিশিল্ড, কোভ্যাকসিনের পর আজ থেকেই বাজারে এসেছে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি। এই মাসের গোড়ায় স্পুটনিক ভি-র কিছু ডোজ হায়দারাবাদে এসে পৌঁছেছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশে স্পুটনিক-ভি-র ডিস্ট্রিবিউটর ডঃ রেড্ডিজ ল্যাবরেটরীজ লিমিটেডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

সংস্থার পক্ষ থেকে কো চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জি ভি প্রসাদ জানিয়েছেন – দেশে করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলায় ভ্যাকসিনেশন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের এই ভ্যাকসিনেশন প্রকল্পে যোগ দিয়ে ভারতীয়দের নিরাপদ এবং সুস্থ রাখাই এখন আমাদের কাছে সবথেকে বড়ো কাজ।

ডঃ রেড্ডিজ ল্যাবের প্রেস রিলিজ
ডঃ রেড্ডিজ ল্যাবের প্রেস রিলিজছবি ট্যুইটারের সৌজন্যে

উল্লেখ্য গত ১ লা মে রাশিয়া থেকে স্পুটনিক ভি এদেশে পৌঁছানর পর গতকাল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, কসৌলি থেকে ১৩ মে এই ভ্যাকিসনের ছাড়পত্র পাওয়া গেছে বলে জানিয়েছে ডঃ রেড্ডিজ ল্যাবরেটরি। জানা গেছে, দেশে যে স্পুটনিক ভি উৎপাদন হবে তার দাম কিছুটা কম হতে পারে।

দেশে বর্তমানে অন্য দুই ভ্যাকসিনের মধ্যে রাজ্যের জন্য কোভ্যাকসিনের দাম ছিলো ৬০০ টাকা এবং বেসরকারি হাসপাতালের জন্য দাম ধার্য করা হয়েছিলো ১২০০ টাকা। পরে বিতর্কের মুখে সেই দাম কমিয়ে রাজ্য সরকারের জন্য সেই দাম কমিয়ে ৪০০ টাকা করা হয়।

অন্যদিকে রাজ‍্যগুলির জন্য কোভিশিল্ডের প্রতি ডোজের দাম প্রথমে ৪০০ টাকা থাকলেও পরে তা কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in