বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শনিবার। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার দিনই আকাশে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় (IST) অনুযায়ী, ১৪ অক্টোবর শনিবার রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ লাগবে এবং গ্রহণ ছাড়বে ১৫ অক্টোবর রবিবার রাত ২টো ২৫ মিনিটে। যদিও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।
পৃথিবীর একটি নির্দিষ্ট মহাদেশীয় অঞ্চল থেকেই গ্রহণের বলয় বা ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে। মহাকাশ বিষয়ক সংবাদসংস্থা space.com অনুযায়ী, ভারতীয় সময় ১টা ০৬ মিনিট থেকে ২টো ২৩ মিনিটের মধ্যেই সবচেয়ে উজ্জ্বল ও স্পষ্টভাবে দেখা যাবে এই ‘রিং অফ ফায়ার’।
এই বছর মোট ৪টি গ্রহণ রয়েছে। ইতিমধ্যেই দুটি গ্রহণ, একটি সূর্যগ্রহণ ও একটি চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। এবার শনিবার ১৪ অক্টোবর হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, যা বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে।
এই গ্রহণের আরেক নাম হল কঙ্কনাকৃতি গ্রহণ। অর্থাৎ মেয়েদের হাতের চুড়ি বা কঙ্কনের মতো দেখতে লাগবে সূর্যকে। আসলে এই গ্রহণের সময় চাঁদ, পৃথিবী ও সূর্যের মাঝামাঝি চলে আসে এবং ব্যাসের তারতম্যের জন্য গোটা সূর্যকে ঢাকতে পারে না চাঁদ। ফলে পৃথিবীর আকাশ থেকে সূর্যকে অনেকটা মেয়েদের হাতের চুড়ি বা কঙ্কনের মতো দেখতে লাগে সূর্যকে।
তবে শনিবার ভারতে যখন রাত, ঠিক সেই সময় এই গ্রহণ লাগবে। তাই ভারত থেকে রাতের আকাশে এই গ্রহণ দেখা যাবে না। গ্রহণের প্রথম পর্যায়ে নৈসর্গিক এই ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে উত্তর আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়া, নেভাডার উত্তরাংশ, মধ্য উটাহ, অ্যারিজোনার উত্তর ভাগ, দক্ষিণ-পশ্চিম কলোরাডো, মধ্য নিউ মেক্সিকো, দক্ষিণ টেক্সাস থেকে। পরবর্তীতে দক্ষিণ আমেরিকার গালফ অফ মেক্সিকো, মেক্সিকো, ডোমিনিকা, বাহামাস, কিউবা, পেরু, গুয়াতেমালা, বেলিজ, কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকেও এই ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন