Ramdev Controversy: নিঃশর্ত ক্ষমা চাইতে হবে রামদেবকে - ১ জুন দেশব্যাপী আন্দোলনে চিকিৎসকদের সংগঠন

বিবৃতিতে ফেডারেশন দাবি জানিয়েছে, রামদেবকে "জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নইলে ১৮৯৭ সালের মহামারী আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।"
রামদেব
রামদেবফাইল ছবি সংগৃহীত
Published on

অ‍্যালোপ‍্যাথি নিয়ে রামদেবের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ১ জুন দেশব‍্যাপী আন্দোলনে নামছেন চিকিৎসকরা। এই দিনটিকে "কালা দিবস" হিসেবে পালন করবেন তাঁরা। শনিবার এক বিবৃতিতে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ফেডারেশন একথা জানিয়েছে।

বিবৃতিতে ফেডারেশন দাবি জানিয়েছে, রামদেবকে "জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নইলে ১৮৯৭ সালের মহামারী আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।"

বিতর্কের সূত্রপাত যোগগুরু রামদেবের একটি ভিডিও থেকে যেখানে তাঁকে অ‍্যালোপ‍্যাথি ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে মন্তব্য করতে দেখা যায়। রামদেব বলেন, অ‍্যালোপ‍্যাথি একটি স্টুপিড সায়েন্স। DCGI অনুমোদিত রেমডেসিভির, ফ‍্যাভি ফ্লু এবং অন্যান্য ওষুধগুলো করোনা রোগীদের সুস্থ করে তুলতে ব‍্যর্থ হয়েছে। অ‍্যালোপ‍্যাথি ওষুধ খেয়ে লক্ষ লক্ষ রোগীর মৃত্যু হয়েছে। আধুনিক চিকিৎসকরা খুনি।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের চিকিৎসক মহলে। মহামারী আইনে রামদেবের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধনকে চিঠি লেখে শীর্ষ মেডিক্যাল সংস্থা ইন্ডিয়ান মেডিক্যাল অ‍্যাসোসিয়েশন বা আইএমএ। ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে যোগগুরুর বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করে সংস্থাটি।

তীব্র বিতর্কের মুখে রামদেবকে এই মন্তব্য প্রত‍্যাহার করে নেওয়ার অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী। গত রবিবার এনিয়ে ক্ষমা চাইলেও বিতর্কিত মন্তব্য করা থামাননি রামদেব। গতকালই তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল কারো বাবার ক্ষমতা নেই তাঁকে গ্রেফতার করার।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in