Gaganyaan: ইসরোর ‘গগনযান’ মিশনের জন্য চার মহাকাশচারীর নাম ঘোষণা প্রধানমন্ত্রীর, জানুন তাঁদের পরিচয়

People's Reporter: মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে চার মহাকাশচারীর নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। এই ‘গগনযান’ মিশনের জন্য দীর্ঘদিন ধরে তাঁরা রাশিয়ায় ট্রেনিং নিচ্ছিলেন।
ISRO–র ‘গগনযান’ মিশনের জন্য নির্বাচিত চার মহাকাশচারীর নাম
ISRO–র ‘গগনযান’ মিশনের জন্য নির্বাচিত চার মহাকাশচারীর নামছবি, ISRO -এর এক্স হ্যান্ডেল

প্রকাশ্যে এল ISRO-র ‘গগনযান’ মিশনের জন্য চার মহাকাশচারীর নাম। মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে সেই চার মহাকাশচারীর নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ‘গগনযান’ মিশনের জন্য দীর্ঘদিন ধরে তাঁরা রাশিয়ায় ট্রেনিং নিচ্ছিলেন।

চার মহাকাশচারী হলেন - প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণান এবং শুভাংশু শুক্লা। নিজের হাতে তাঁদের 'অ্য়াস্ট্রোনোট উইং' পরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুকের ডানদিকে সেই ব্যাজ পরিয়ে দেন।

‘গগনযান’ হল ভারতের প্রথম মানবযুক্ত মহাকাশ মিশন, যাতে চারজন মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করেছে ISRO। চারজন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে তিন দিনের মিশনের জন্য ৪০০ কিলোমিটার কক্ষপথ অবতরন করবে গগনযান। এবং মহাকাশচারীদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনবে। ২০২৪-২০২৫ সালে ইসরো এই যান মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। এর আগে ২০২৩ সালে ইসরো সফল্ভাবে মানববিহীন ‘গগনযান’ মহাকাশে পাঠিয়েছিলো।

ইসরোর তরফে জানানো হয়েছে, ওই চারজনকে কীভাবে মহাকাশে থাকতে হবে, বরফের মধ্যে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, মরুভূমিতে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, জলে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, রাশিয়ায় সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁদের। দেশে ফিরে সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলেন, “প্রতিটি দেশের ক্ষেত্রে এমন একটি সময় আসে, যা বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রেরণা জোগায়। আজ ভারতের জন্য সেরকমই একটা মুহূর্ত। আমাদের আজকের প্রজন্ম অত্যন্ত ভাগ্যবান, যাঁরা স্থলভূমি, জল, আকাশ এবং মহাকাশে ঐতিহাসিক কাজ করার সুযোগ পাচ্ছেন। কয়েকদিন আগে আমি অযোধ্যায় বলেছিলাম যে নয়া কালচক্র শুরু হচ্ছে, বিশ্বে নিজের গুরুত্ব আরও বাড়াচ্ছে ভারত। যা আমাদের মহাকাশ-কর্মসূচিতেও ফুটে উঠছে।“

ISRO–র ‘গগনযান’ মিশনের জন্য নির্বাচিত চার মহাকাশচারীর নাম
Rajya Sabha Polls 24: অস্বস্তিতে অখিলেশ, ভোটের আগে পদত্যাগ SP-র চিফ হুইপের, ক্রস ভোটিংয়ের জল্পনা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in