Pegasus: পেগাসাস নিয়ে আলোচনায় যোগ দিতেই চায় না বিজেপি, অভিযোগ কংগ্রেসের

সংসদে তথ্য প্রযুক্তি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেন বিজেপির সাংসদরা। এই স্ট্যান্ডিং কমিটিরই চেয়ারম্যান কংগ্রেস সাংসদ শশী থারুর।
শশী থারুর
শশী থারুর ফাইল ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি নিয়ে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু তা স্থগিত করে দেওয়া হয়। এই বৈঠকের নেতৃত্বে থাকার কথা ছিল, সাংসদ শশী থারুরের। পেগাসাস নিয়ে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের প্রশ্ন করার কথা ছিল তাঁর।

মঙ্গলবার সংসদে তথ্য প্রযুক্তি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেন বিজেপির সাংসদরা। এই স্ট্যান্ডিং কমিটিরই চেয়ারম্যান কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনিই এই বৈঠকে ডেকেছিলেন। তবে তাতে যোগ দেননি না বিজেপি সাংসদরা। জানা গিয়েছে, সরকারের সঙ্গে পেগাসাস ইস্যুতে আলোচনা করতেই এই বৈঠক ডেকেছিলেন শশী।

তাঁর দাবি, এই প্যানেলের পেগাসাস ইস্যু নিয়ে আলোচনার অধিকার আছে। এমন ঘটনায় বিজেপিকে জোরদার আক্রমণ করেছেন কংগ্রেস নেতারা। কংগ্রেসের লোকসভা সাংসদ মণীশ তিওয়ারি টুইট করে বলেন, 'এনডিএ/বিজেপি পেগাসাস নিয়ে আলোচনা বয়কট করে চলেছে সংসদে ও আইটি স্ট্যান্ডিং কমিটিতে। কেন্দ্রীয় সরকারের সচিবরা সভার আইন লঙ্ঘন করছেন। অবিলম্বে ১০০-১৫০ জন সাংসদের উচিত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই তদন্ত উপেক্ষা করার জন্য সংবিধানের ৩২ নং ধারায় মামলা হওয়া উচিত।'

কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র অভিষেক মনু সিংভিও অভিযোগ করেন, বিজেপি সাংসদরা আইটি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেননি। পেগাসাস নিয়ে আলোচনা করতেই ডাকা হয়েছিল বিজেপি সাংসদদের। কিন্তু কেন্দ্র কিছুতেই আলোচনায় রাজি নয়। তাদের দাবি, এইসব আলোচনা সংসদের বাইরে করতে চায় বিজেপি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in