
শুধু বাইরে বা বাগানে নয়, গরম রুখতে এবং পর্যাপ্ত অক্সিজেন এর মাধ্যমে সতেজ থাকতে বাড়িতেও গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশপ্রেমীরা। তাঁদের দাবি এসি বা কুলারের মত কাজ করবে এই বিশেষ গাছ। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় উষ্ণতার পারদ ছুঁয়ে ফেলেছে প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড।
পরিবেশ দূষণের ফলে দূষিত হচ্ছে বাতাস। দিনে দিনে বাড়ছে সূর্যের তাপ। পৃথিবীর বুকে যা প্রখর ভাবে পড়ছে। বিজ্ঞানীদের অনুমান, এভাবেই পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে। পরিবেশকে বাঁচানোর কথা ভাবছে না একশ্রেণীর মানুষ। যারা প্রতিনিয়ত একের পর এক গাছ কেটে ফেলছেন।
প্রকৃতি বিজ্ঞানীরা বলছেন, বাইরের সর্বনাশ অনেকটাই হয়ে গেছে। এখন নিজেদের অক্সিজেন নিজেরা তৈরি করলে পৃথিবী হয়তো কিছুটা রক্ষা পেতে পারে। যদিও কোনো কৃত্রিম উপায়ে নয় - মানি প্ল্যান্ট, এরিকা পাম, বাম্বু পাম, ফিকাশ বেঞ্জামিনা, ছোট রবার গাছ, স্পাইডার প্ল্যান্ট, সাকুলেন্ট, বেলি, জেড প্ল্যান্ট, পিস লিলি, অ্যালোভেরা, তুলসী, স্নেক প্ল্যান্ট-এর মাধ্যমেই এই কাজ হতে পারে। এই তালিকায় যে যে গাছ আছে সেগুলো ঘরে রাখলে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে। যার ফলে প্রাকৃতিক ভাবে ঘর থাকবে ঠান্ডা।
এয়ার কুলার, এসি ঘর ঠান্ডা করলেও বিদ্যুৎ খরচের পাশাপাশি প্রকৃতির দিকে ফিরিয়ে দেয় কিছু বিষাক্ত গ্যাস। যার ফলে প্রকৃতিতে গরমের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।। তাই প্রাকৃতিক উপায়ে ঘর ঠাণ্ডা রাখতে এইসব গাছ খুব প্রয়োজনীয়। এইসব গাছের উপর গবেষণা করে দেখা গেছে ঘরের মধ্যে ১০ ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম এরা।
এই বিষয়ে ইংরেজবাজার শহরের মালঞ্চ পল্লীর বাসিন্দা গাছ প্রেমী পেশায় স্কুল শিক্ষিকা মধুছন্দা মন্ডল জানান, দিনে দিনে তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে আমাদের চরম অস্বস্তির মধ্যেই থাকতে হচ্ছে। পরিবেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। গাছ যেমন আমাদের অক্সিজেন দিতে সাহায্য করে তেমনি পরিবেশকেও শীতল করতে সাহায্য করে। বেশি পরিমাণে ইনডোর প্ল্যান্ট লাগান। এই সমস্ত গাছ বাড়িতে প্রচুর পরিমাণে অক্সিজেন দিতে সাহায্য করে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন