Lay Off: ২০২৩-এ বিশ্বজুড়ে বিভিন্ন গেমিং সংস্থা থেকে ছাঁটাই ৯ হাজারের বেশি কর্মী

People's Reporter: ২০২৩ জুড়ে বায়োওয়্যার, বুঙ্গি, নটি ডগ, আমাজন, সিডি প্রোজেক্ট রেড, সেগা, ইউনিটি, অ্যাক্টিভিসন ব্লিজারড, মাইক্রোসফট-এর মত গেমিং কোম্পানি থেকেও বহু ছাঁটাই করা হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স আকাশ

২০২৩ সালে বিশ্বজুড়ে বিভিন্ন গেমিং কোম্পানি থেকে কর্মচ্যুত হয়েছেন ৯,০০০-এর বেশি কর্মী। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভিডিও গেম ইন্ডাস্ট্রি থেকে বর্তমান বছরে দফায় দফায় এই কর্মী ছাঁটাই করা হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে এপিক গেমস নামক সংস্থা থেকে মোট কর্মী বাহিনীর প্রায় ১৬ শতাংশ বা ৮৭০ জনকে ছাঁটাই করা হয়। সংস্থার সিইও টিম সেনি কর্মীদের কাছে এক ই-মেল পাঠিয়ে এই ছাঁটাইয়ের কথা জানান।

নিজের বিবৃতিতে সেনি বলেন, আমরা যা আয় করছি তার থেকে বেশি আমাদের খরচ করতে হচ্ছে। আমি দীর্ঘদিন ধরে ভেবেছি যে কর্মী ছাঁটাই না করেই আমি এই পরিস্থিতি সামাল দিতে পারবো। যদিও পরে দেখা গেছে আমার এই ভাবনা অবাস্তব।

এরপর নভেম্বর মাসে ফরাসি ভিডিও গেমিং কোম্পানি ইউবিসফট থেকে ছাঁটাই করা হয় ১২৪ জন কর্মীকে।

দ্য ভারজ-এর প্রতিবেদন অনুসারে, এই বছরেই ফরাসি গেমিং সংস্থা এমব্রাসার একাধিক গেমিং স্টুডিও, সংবাদ সংস্থা কিনে খবরের শিরোনামে এসেছিল। যদিও পরে সেই বিনিয়োগ কার্যকরী হয়নি এবং এমব্রাসারকে একাধিক প্রোজেক্ট বন্ধ করে দিয়ে হয়। বন্ধ হয়ে যায় তিনটি স্টুডিও। এই সংস্থায় ছাঁটাই করা হয়েছে ৯০০ কর্মীকে। কর্মী ছাঁটাই প্রসঙ্গে সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, সংস্থাকে ঢেলে সাজানোর জন্যেই এই কর্মী ছাঁটাই প্রয়োজনীয়।

গেমিং কোম্পানি হাসব্রো থেকে এই বছরেই ছাঁটাই করা হয়েছে ১০০০ কর্মীকে। এছাড়াও অন্য এক গেমিং কোম্পানি ইএ ছাঁটাই করেছে মোট কর্মী বাহিনীর ৬ শতাংশ বা ৭৮০ জনকে।

২০২৩ জুড়ে বায়োওয়্যার, বুঙ্গি, নটি ডগ, আমাজন, সিডি প্রোজেক্ট রেড, সেগা, ইউনিটি, অ্যাক্টিভিসন ব্লিজারড, মাইক্রোসফট-এর মত গেমিং কোম্পানি থেকেও বহু ছাঁটাই করা হয়েছে।

 - With Agency inputs

ছবি প্রতীকী
SBI: সাবধান! ভুয়ো ওয়েবসাইট ঘুরছে এসবিআই-র প্রার্থী তালিকা, প্রতারণার হাত থেকে বাঁচতে কী করবেন?
ছবি প্রতীকী
Pantoea Tagorei: রবীন্দ্রনাথের নামে ব্যাকটেরিয়ার নাম রাখলেন বিশ্বভারতীর গবেষকরা, কিন্তু কেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in