Lay Off: ছাঁটাইয়ের থাবা ভারতেও - ৮২ ভারতীয় সংস্থা থেকে বরখাস্ত প্রায় ২৩,০০০ কর্মী

ছাঁটাইয়ের তালিকায় শীর্ষে থাকা স্টার্টআপগুলির মধ্যে রয়েছে বাইজুস, ওলা, ওয়ো, মিশো, এমপিএল, লাইভস্পেস, ইনোভাক্কার, উড়ান, আনএকাডেমি এবং বেদান্তু।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত

বিশ্বজুড়ে মন্দার আশঙ্কার মধ্যে বাড়ছে ছাঁটাইয়ের সংখ্যা। এবার ভারতের বিভিন্ন সংস্থায় শুরু হয়েছে ছাঁটাইপর্ব। ভারতে কমপক্ষে ৮২টি স্টার্টআপ সাম্প্রতিক সময়ে কমপক্ষে ২৩,০০০ কর্মী ছাঁটাই করেছে।

Inc42-এর একটি প্রতিবেদন অনুসারে, চারটি বড় সংস্থা সহ ১৯টি এডটেক স্টার্টআপ এখনও পর্যন্ত ৮,৪৬০ জনের বেশি কর্মীকে বরখাস্ত করেছে৷

ছাঁটাইয়ের তালিকায় শীর্ষে থাকা স্টার্টআপগুলির মধ্যে রয়েছে বাইজুস, ওলা, ওয়ো, মিশো, এমপিএল, লাইভস্পেস, ইনোভাক্কার, উড়ান, আনএকাডেমি এবং বেদান্তু ( BYJU'S, Ola, OYO, Meesho, MPL, LivSpace, Innovaccer, Udaan, Unacademy, Vedantu)।

বাড়ির অভ্যন্তরীণ এবং সংস্কার প্ল্যাটফর্ম লাইভস্পেস এই সপ্তাহে খরচ কমানোর ব্যবস্থার অংশ হিসাবে কমপক্ষে ১০০ কর্মী ছাঁটাই করেছে।

গত সপ্তাহে, অনলাইন স্টোরের জন্য SaaS প্ল্যাটফর্ম Dukaan তার কর্মশক্তির প্রায় ৩০ শতাংশ, বা প্রায় ৬০ জন কর্মী ছাঁটাই করেছে। গত ছয় মাসের মধ্যে এই সংস্থায় এটি দ্বিতীয় ছাঁটাই।

স্বাস্থ্যসেবা ক্ষেত্রের প্রিস্টিন কেয়ার সংস্থার বিভিন্ন বিভাগ থেকে ৩৫০ জন কর্মচারীকে বরখাস্ত করেছে।

অনলাইন উচ্চশিক্ষা সংস্থা আপগ্র্যাড তার সহযোগী প্রতিষ্ঠান "ক্যাম্পাস"-এ প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে।

ফেব্রুয়ারিতে, এন্ড-টু-এন্ড গ্লোবাল ডেলিভারি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম FarEye সংস্থার ৯০ জন কর্মচারীকে ছাঁটাই করেছে, যা অর্থনৈতিক মন্দার মধ্যে প্রায় আট মাসে দ্বিতীয় ছাঁটাই ছিল।

জানুয়ারী শুরু হওয়ার সাথে সাথে, আরও বেশি সংখ্যক ভারতীয় স্টার্টআপ চাকরি কমানোর পথে হাঁটছে।

সোশ্যাল মিডিয়া কোম্পানি শেয়ারচ্যাট (মোহাল্লা টেক প্রাইভেট লিমিটেড) বাজারের অনিশ্চিত অবস্থার কারণে ইতিমধ্যেই ২০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এই সংস্থা থেকে ছাঁটাই হয়েছে প্রায় ৫০০ জন।

আরও পড়ুন

ছবি প্রতীকী
Lay Off: বিশ্বজুড়ে অবাধ ছাঁটাই - ২০২৩-এর প্রথম তিন মাসেই কর্মহীন প্রায় দেড় লক্ষ
ছবি প্রতীকী
Lay Off: ফের কর্মী ছাঁটাই Amazon-এ! চাকরি হারাতে চলেছেন ৯,০০০ কর্মী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in