Nobel Prize: ঘোষণা করা হলো চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপকের নাম, দেখে নিন কে পেলেন এবং কেন?

নিয়ান্ডারথাল এবং ডেনিসোভানদের। এই দুই বিলুপ্ত প্রজাতি থেকে মানব শরীরে জিন স্থানান্তর হয়েছে। সংক্রমণের মোকাবিলায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে প্রতিক্রিয়া জানাবে তার কিছুটা ঠিক করে এই জিন প্রবাহ।
এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ী সান্তে প্যাবো
এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ী সান্তে প্যাবোছবি দ্য নোবেল প্রাইজ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চিকিৎসা বিজ্ঞানে এবছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হল। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানব প্রজাতির বিবর্তন নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে সুইডেনের বিজ্ঞানী সান্তে প্যাবোকে (Svante Pääbo)।

ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যান্থ্রোপলজির ডিরেক্টর প্যাবোর গবেষণায় প্রমাণ করেছে যে আধুনিক মানুষের ডিএনএ-র সঙ্গে মিল রয়েছে বিলুপ্ত নিয়ান্ডারথাল (Neanderthals) এবং ডেনিসোভানদের (Denisovans)। তাঁর এই যুগান্তকারী গবেষণার স্বীকৃতি স্বরূপ সুইডেনের ক্যারোলিনস্কি ইন্সটিটিউটের নোবেল অ্যাসেম্বলি প্যাবোকে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ পুরস্কার দিতে চলেছে।

নিয়ান্ডারথাল এবং ডেনিসোভানদের। এই দুই বিলুপ্ত প্রজাতি থেকে মানব শরীরে জিন স্থানান্তর হয়েছে। সংক্রমণের মোকাবিলায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে প্রতিক্রিয়া জানাবে তার কিছুটা ঠিক করে এই জিন প্রবাহ। নোবেল কমিটি আরও বলেছে যে সুইডিশ বিজ্ঞানী বর্তমান সময়ের মানুষের বিলুপ্ত প্রজাতি নিয়ান্ডারথালের জিনোম ক্রমানুসারে তৈরি করেছেন এবং পূর্বে অজানা হোমিনিন ডেনিসোভারদের সম্পর্কে যুগান্তকারী আবিষ্কার করেছেন।

নোবেল পুরস্কার জয়ের খবরটি বিজ্ঞানী পাবোকে জানিয়েছিলেন নোবেল কমিটি ফর ফিজিওলজি বা মেডিসিন -এর সেক্রেটারি থমাস পার্লমান। পুরস্কার মূল্য হিসাবে প্যাবো পাবেন ১ কোটি সুইডিশ ক্রাউনস। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৭০৫ টাকা।

প্যাবোর পরিবারে এই প্রথম নোবেল নয়। বিজ্ঞানীর বাবা সুনে বার্গস্ট্রম জৈব রসায়নবিদ ছিলেন। তিনিও তাঁর কাজের জন্য ১৯৮২ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

উল্লেখ্য, গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার জিতেছিলেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরডেম প্যাটাপাউটিয়ান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in