
গ্রাহকদের জন্য বড় ধাক্কা। এবার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল আইসিআইসিআই ব্যাঙ্ক। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক তাদের মাসিক ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় ৫০ হাজার টাকা করে দিল। ১ আগস্ট থেকে এই নয়া নিয়ম কার্যকর হয়েছে। মাসের শেষে ন্যূনতম এই ব্যালেন্স রাখতে না পারলেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে গ্রাহকদের।
আইসিআইসিআই ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট বা তারপর থেকে নতুন যে গ্রাহকরা অ্যাকাউন্ট খুলবেন, তাদের ন্যূনতম ৫০ হাজার টাকার ব্যালেন্স রাখতে হবে। আগে এই ন্যূনতম ব্যালেন্স ছিল ১০ হাজার টাকা। মেট্রো শহর ও শহরতলিতে এই নিয়ম কার্যকর করা হয়েছে।
এছাড়া মফঃস্বল তথা আধা শহর এলাকার শাখাগুলিতে ন্যূনতম ২৫ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে। আগে এই অঙ্কটা ছিল ৫ হাজার। গ্রামাঞ্চলের শাখাগুলির ক্ষেত্রে আগে এই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ছিল আড়াই হাজার টাকা। যদিও বয়স্ক গ্রাহকদের জন্য উভয় ক্ষেত্রেই মাসিক সর্বনিম্ন গড় ব্যালেন্স ৫,০০০ টাকা থাকবে।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যদি কোনও গ্রাহক ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারেন, তাহলে ৬ শতাংশ জরিমানা বা ৫০০ টাকা জরিমানা, যেটা কম হবে, তা দিতে হবে।
উল্লেখ্য, ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স না থাকলে দিতে হবে জরিমানা। ব্যাঙ্কগুলির লোকসান কমানোর উদ্দেশ্যে বেশ কয়েক বছর আগে এই নিয়ম চালু করেছিল কেন্দ্র। কিন্তু ২০২০ সালে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই নিয়ম প্রত্যাহার করে নেয়। বাকি ব্যাঙ্কগুলির ন্যূনতম ব্যালেন্স ২ থেকে ১০ হাজারের মধ্যে। যেখানে দেশের অন্যান্য ব্যাঙ্কগুলি ন্যূনতম ব্যালেন্স কমিয়ে দিয়েছে, সেখানেই সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে আইসিআইসিআই ব্যাঙ্ক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন