Meta: ভারতে জানুয়ারি মাসে ১৮ লক্ষ ৫৮ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ

মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ মঙ্গলবার জানিয়েছে, ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন, ২০২১ মেনে জানুয়ারি মাসে ভারতে হোয়াটসঅ্যাপের ১৮,৫৮,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ মঙ্গলবার জানিয়েছে, ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন, ২০২১ মেনে জানুয়ারি মাসে ভারতে হোয়াটসঅ্যাপের ১৮,৫৮,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, তাদের কাছে ৪৯৫টি অভিযোগ জমা পড়েছে এবং এই মাসেই ভারতের ২৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, "তথ্যপ্রযুক্তি আইন ২০২১ অনুসারে, আমরা ২০২২ সালের জানুয়ারি মাসে আমাদের অষ্টম মাসিক প্রতিবেদন প্রকাশ করেছি।" "সর্বশেষ মাসিক রিপোর্টে উল্লেখযোগ্য বিষয়, হোয়াটসঅ্যাপ জানুয়ারি মাসে ১.৮ মিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।"

কোম্পানী জানিয়েছে, ডেটা শেয়ার করা হয়েছে ১ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী এর মধ্যে অপব্যবহার সনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে WhatsApp এই ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। যার মধ্যে "রিপোর্ট" ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত নেতিবাচক প্রতিক্রিয়ার জন্য নেওয়া পদক্ষেপও যুক্ত হয়েছে।

সংস্থার মুখপাত্র আরও জানিয়েছেন, "হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবাগুলির মধ্যে অপব্যবহার প্রতিরোধে অনেক এগিয়ে আছে।"

কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে, "আমাদের ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার জন্য বছরের পর বছর ধরে, আমরা ধারাবাহিকভাবে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করেছি। আমাদের প্রক্রিয়ার সঙ্গে ডেটা বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে। যাতে আমাদের প্ল্যাটফর্মে আমাদের ব্যবহারকারীরা সুরক্ষিত থাকেন।"

মেটা (পূর্বে Facebook) জানুয়ারি মাসে Facebook-এর জন্য ১৩টি নীতিতে ১১.৬ মিলিয়নেরও বেশি তথ্য এবং Instagram-এর জন্য ১২টি নীতিতে ৩.২ মিলিয়নেরও বেশি তথ্য সরিয়ে দিয়েছে৷

নতুন আইটি নিয়ম ২০২১-এর অনুসারে, বড় ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি, যাদের ৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, তাদের প্রত্যেককে মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করতে হবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in