Lay Off: ফের কর্মী ছাঁটাই Meta-তে! কাজ হারাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টার বিপুল কর্মী

সূত্রের খবর, নতুন করে ছাঁটাইয়ের ফলে মেটার অধীনে থাকা সংস্থাগুলির ৪ হাজার কর্মী চাকরি হারাতে চলেছেন। মূলত টেকনিক্যাল টিমের কর্মীদের চাকরি যেতে চলেছে বলে খবর।
মার্ক জুকারবার্গ
মার্ক জুকারবার্গগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ফের কর্মী ছাঁটাই করতে চলেছে ফেসবুক (Facebook), হোয়াটস্যাপ (WhatsApp) ও ইনস্টাগ্রামের (Instagram) মালিকানাধীন সংস্থা মেটা (Meta)। বুধবার থেকেই শুরু হচ্ছে এই ছাঁটাই প্রক্রিয়া।

মেটা সূত্রে খবর, সংস্থাতে আরও ভালো কর্মীগোষ্ঠী তৈরি করতে চেয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। সেই লক্ষ্যেই নতুন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্লুমবার্গ নিউজের (Bloomberg News) খবর অনুযায়ী, ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটা তাদের অধীনে থাকা সমস্ত সংস্থার ম্যানেজারকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বুধবার কর্মী ছাঁটাই করার প্রস্তুতি নেওয়ার জন্য। এই ছাঁটাই কার্যকর হলে ফেসবুক, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রামের বহু কর্মচারি চাকরি হারাবেন।

সূত্রের খবর, নতুন করে ছাঁটাইয়ের ফলে মেটার অধীনে থাকা সংস্থাগুলির ৪ হাজার কর্মী চাকরি হারাতে চলেছেন। মূলত টেকনিক্যাল টিমের কর্মীদের চাকরি যেতে চলেছে বলে সূত্রের খবর।

সংস্থায় আয়ে ধাক্কা এবং বিশ্বজুড়ে চলা মন্দার কারণে, গত মার্চ মাসে, একলপ্তে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেন মার্ক জুকারবার্গ। যার জেরে বিপাকে পড়েন বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত মেটা কর্মীরা। আর, সেই রেশ না কাটতেই, আবার কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা।

বুধবার, ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ছাঁটাইয়ের পর অবশিষ্ট কর্মীদের নিয়ে নতুন করে টিম গঠন করা হবে। পাশাপাশি বহু কর্মচারিকে নতুন ম্যানেজারের অধীনে কাজ করার জন্য পুনরায় নিয়োগ করা হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, উত্তর আমেরিকার যে কর্মীরা বাড়ি থেকে কাজ করতে সক্ষম, তাঁদেরকে বুধবার বুধবার সেভাবেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নতুন নির্দেশিকা নিয়ে কাজ করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।

প্রসঙ্গত, চলতি বছরেও অর্থনৈতিক মন্দা অব্যাহত। যার জেরে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সংস্থায় কর্মী ছাঁটাই চলছে। মেটা (Meta), টুইটার (Twitter), অ্যামাজন (Amazon), মাইক্রোসফট (Microsoft), গুগল (Google), ইয়াহু (Yahoo), ডেল (Dell)-এর মতো কোম্পানি থেকে চাকরি হারিয়েছেন কয়েক হাজার কর্মী।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in