Long March 5B: ক্ষয়ক্ষতির আশংকা দূর করে ভারত মহাসাগরে ভেঙে পড়লো চীনা রকেট

পৃথিবীতে প্রবেশের পর নিয়ন্ত্রণহীন রকেটের গতিপথের সামান্য পরিবর্তন রকেটকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে বলে জানানো হয়েছিলো। যদিও খুব বড়ো বিপর্যয়ের আশংকা করেননি মহাকাশ বিজ্ঞানীরা।
রকেট 'লং মার্চ ৫ বি'
রকেট 'লং মার্চ ৫ বি'ছবি- Everyday Astronaut
Published on

সমস্ত আশংকা দূর করে ভারত মহাসাগরে ভেঙে পড়লো চীনা রকেটের নিয়ন্ত্রণহীন অংশ। গতকাল থেকেই বিজ্ঞানীদের পক্ষ থেকে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছিলো লং মার্চ ৫বি-র নিয়ন্ত্রণহারানো অংশের ওপর। ১০০ ফুট লম্বা এই রকেটের ওজন ছিলো প্রায় ২২ টন এবং গতিবেগ ছিলো ঘণ্টায় ১৮ হাজার মাইল।

জানা যাচ্ছে এদিন সকাল ১০.১৫ মিনিট নাগাদ এই রকেট মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে ভেঙে পড়ে। গতকাল মহাকাশ বিজ্ঞানীদের পক্ষ থেকে এই রকেটের ভেঙে পড়ার সম্ভাব্য যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছিলো তার মধ্যে ছিলো আমেরিকার দক্ষিণ নিউইয়র্ক, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, এশিয়ার দক্ষিণ জাপান, ইউরপের স্পেন, পর্তুগাল, ইটালি এবং গ্রীস।

পৃথিবীতে প্রবেশের পর নিয়ন্ত্রণহীন রকেটের গতিপথের সামান্য পরিবর্তন রকেটকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে বলে জানানো হয়েছিলো। যদিও খুব বড়ো বিপর্যয়ের আশংকা করেননি বিজ্ঞানীরা।

যদিও এভাবে রকেট ভেঙে পড়ার পিছনে চীনের দায়িত্বজ্ঞানহীনতাকেই দায়ী করছেন আমেরিকান মহাকাশ বিজ্ঞানীরা। হাভারড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স-এর পক্ষ থেকে বলা হয়েছে চীনা রকেট ডিজাইনাররা এই বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দেননি।

এই প্রসঙ্গে চীনের পিপলস ডেলিতে জানানো হয়েছে পশ্চিমি সংবাদমাধ্যম রকেটের নিয়ন্ত্রণ হারানো এবং যে ক্ষয়ক্ষতির কথা বলেছে তা সম্পূর্ণ ভুয়ো।

অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়েছে রকেট। জুলাই ১৯৭৯ তে নাসার স্পেস স্টেশন স্কাইল্যাব ভেঙে পড়েছিলো অস্ট্রেলিয়াতে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in