

বিশ্বের খ্যাতনামা ব্রিটিশ টেলিকম সংস্থা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তিন বছরে ভোডাফোনের সদর দপ্তর এবং স্থানীয় বাজারে বৃদ্ধির উদ্দেশ্যে ১১ হাজার কর্মী ছাঁটাই করবে। ভোডাফোনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ মার্গেরিটা ডেলা ভ্যালে বলেছেন, বিগত সময়ে সংস্থার কাজকর্ম যথেষ্ট ভালো হয়নি।
২০২৩ আর্থিক বছরের ফলাফল জানাতে গিয়ে তিনি এক বিবৃতিতে বলেন, "সংস্থার উন্নতির জন্য, ভোডাফোনে অবশ্যই বদল আনতে হবে। আমাদের অগ্রাধিকার হল গ্রাহক এবং বৃদ্ধি। আমরা আমাদের প্রতিষ্ঠানের কর্মপদ্ধতির সরলীকরণ করব এবং প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের স্থান পুনরুদ্ধার করার জন্য সমস্তরকমের জটিলতা বাদ দেব।"
গত বছরের ডিসেম্বরে ভোডাফোনের সিইও পদ থেকে ইস্তফা দেন নিক রিড। এরপর সংস্থার দায়িত্ব গ্রহণ করেন মার্গেরিটা ভ্যালে। ভোডাফোনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে ভ্যালে জানিয়েছেন, "আমাদের গ্রাহকদের প্রত্যাশিত গুণমানসম্পন্ন পরিষেবা দেবার জন্য আমরা আমাদের সংস্থাকে ঢেলে সাজাব এবং Vodafone-এর ব্যবসার উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাব।
Vodafone জানিয়েছে, তিনটি বিষয়কে অগ্রাধিকারের ভিত্তিতে রেখে ইতিমধ্যেই একটি অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়েছে। ২০২৪ আর্থিক বছরে গ্রাহকের অভিজ্ঞতা এবং ব্র্যান্ডের দিকে উল্লেখযোগ্য বিনিয়োগ পুনঃবরাদ্দ করা, তিন বছরে পরিকল্পনা করে ১১ হাজার কর্মী ছাঁটাই করা এবং জার্মানি টার্নঅ্যারাউন্ড প্ল্যান, ক্রমাগত মূল্য নির্ধারণের পদক্ষেপ এবং স্পেনের জন্য কৌশলগত পর্যালোচনা।
২০২৩ আর্থিক বছরে ভোডাফোনের আয় ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৭ বিলিয়ন ইউরো। এছাড়াও এই আর্থিক বছরে ৩৩.৪ বিলিয়ন ইউরো নিট ঋণ কমানো সংস্থার জন্য এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন