Lay Off: মাত্রা ছাড়াচ্ছে মন্দা, একসঙ্গে ১২৮০ কর্মী ছাঁটাইয়ের পথে SnapChat

আর্থিক ব্যয় সামাল দিতে এবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করছে মেসেজিং অ্যাপস সংস্থা স্ন্যাপ (Snap)। জানা যাচ্ছে, স্ন্যাপ চ্যাট (Snapchat Inc.) কোম্পানি প্রায় ১২৮০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত

প্রায় ভেঙে পড়েছে বাজার-অর্থনীতি। মাত্রা ছাড়িয়েছে মন্দা। পরিস্থিতি খুবই খারাপ দিকে। আর্থিক ব্যয় সামাল দিতে এবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করছে মেসেজিং অ্যাপস সংস্থা স্ন্যাপ (Snap)। জানা যাচ্ছে, স্ন্যাপ চ্যাট (Snapchat Inc.) কোম্পানি প্রায় ১২৮০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে।

বর্তমানে ৬,৪০০ জনেরও বেশি কর্মী রয়েছে স্ন্যাপ সংস্থায়। এরমধ্যে, ১২৮০ জনকে অর্থাৎ, মোট কর্মীবাহিনীর ২০ শতাংশ ছাঁটাই করা হচ্ছে। শুধু তাই নয়, কোম্পানির চিফ বিজনেস অফিসার জেরেমি গোরম্যান (Jeremi Gorman) যোগ দিতে চলেছেন নেটফ্লিক্সে (Netflix)।

যাদের ছাঁটাই করা হবে, তাঁরা সকলেই ‘মিনি অ্যাপস ও গেম’ বিভাগে কর্মী। সূত্রের খবর, এরপরে স্ন্যাপের হার্ডওয়্যার বিভাগের কর্মীদেরও ছাঁটাই করা হতে পারে। যে কর্মীরা AR স্পেকটেকেলস চশমা এবং Pixy ক্যামেরা ড্রোন তৈরি করেছে।

এদিকে, এই কর্মী ছাঁটাই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ স্ন্যাপ কোম্পানি। তবে, জানা গেছে, চলতি বছরের শুরুতেই স্ন্যাপ-এর কর্মী বাহিনী প্রায় ৮০ শতাংশ কমানো হয়েছিল। তারপর আবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্দার জেরে, গত মাসে কোম্পানির শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। সেইসঙ্গে প্রায় ১০ বিলিয়ন ডলার মূলধন হারিয়েছে স্ন্যাপ। গত বছর স্ন্যাপ কোম্পানি প্রায় ১৫২ মিলিয়ন ডলার হারিয়েছিল। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ মিলিয়ন ডলার।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকট হচ্ছে কর্মী ছাঁটাইয়ের চিত্র। গত জুলাই মাস নাগাদ মার্কিন মুলুকে তথ্য-প্রযুক্তি শিল্পে চাকরী হারিয়েছেন ৩২ হাজার কর্মী। ক্রাঞ্চবেস (Crunchbase)-এর তথ্য অনুসারে, মাইক্রোসফট (Microsoft) এবং মেটা (Meta) সহ একাধিক বড়ো তথ্যপ্রযুক্তি সংস্থাতে এই কর্মী ছাঁটাই হয়েছে।

অন্যদিকে আবার, কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারি দিয়েছে টেক জায়ান্ট গুগল (Google)।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in