
মহাকাশ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ চর্চার বিষয় হলো সূর্য। এবার সেই সূর্য থেকেই বিচ্ছিন্ন হয়ে গেল একটি অংশ। যা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
সূর্যের অভ্যন্তরে বিস্ফোরণের বিষয়টি নতুন নয়। কিন্তু বর্তমানে যে খবর প্রকাশ্যে আসছে তা পৃথিবীর জন্য কতটা ভালো বা খারাপ হতে পারে, প্রশ্ন গবেষণা মহলে। মহাকাশের আবহাওয়া সংক্রান্ত পদার্থবিদ ট্যামিত স্কোভ নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, পোলার ভর্টেক্স নিয়ে কিছু কথা বলা যাক। আসলে সূর্যের মধ্যে বিস্ফোরণের ফলে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে সূর্যেরই উত্তর মেরুতে অবস্থান করছে। যার জেরে ওই মেরুতে বিশাল একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। সেটাই পোলার ভর্টেক্স।
তিনি আরও লেখেন, পর্যবেক্ষণ করে দেখা গেছে ৬০ ডিগ্রি অক্ষাংশ অতিক্রম করতে ঘূর্ণিঝড় টি সময় লেগেছে প্রায় ৮ ঘন্টা। এর মানে অনুভূমিক ভাবে ঝড়ের গতি সেকেন্ডে ৯৬ কিলোমিটার অথবা প্রতি সেকেন্ডে ৬০ মাইল।
নাসার দাবি, পোলার ভোর্টেক্স বা মেরু ঝড় শক্তি বাড়ায় শীতকালে। গ্রীষ্মকালে অবশ্য ধীরে ধীরে শক্তি ক্ষয় হতে থাকে। এর ফলে পৃথিবীর স্যাটেলাইট মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রভাব পড়তে পারে। এখনই কিছু বোঝা না গেলেও ভবিষ্যতে সমস্যা দেখা দিলেও দিতে পারে।
আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চের সৌর পদার্থবিদ স্কট ম্যাকিনটোশ কয়েক দশক ধরে সূর্য পর্যবেক্ষণ করছেন। এই ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন। মহাকাশ সম্পর্কিত একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, এই ধরণের ঘূর্ণিঝড় আগে কখনও দেখেননি। এটা নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন