Chandrayaan-3: ইতিহাস গড়তে চলেছে ISRO, চাঁদের মাটিতে এবার চন্দ্রযান-৩!

সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ জুলাই শ্রীহরিকোটা থেকে ভারতীয় সময় দুপুর ২.৩০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে যানটি।
Chandrayaan-3: ইতিহাস গড়তে চলেছে ISRO, চাঁদের মাটিতে এবার চন্দ্রযান-৩!
ছবি - ইসরো ট্যুইটার

ব্যর্থতা ভুলে ফের চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ পাঠাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ জুলাই শ্রীহরিকোটা থেকে ভারতীয় সময় দুপুর ২.৩০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে যানটি।

ইসরো সূত্রে খবর, চন্দ্রযান-২ এর মতো এই মিশনটা বিফলে যাবে না। প্রচুর পরীক্ষা ও গবেষণা করে ভুলগুলি সংশোধন করে চন্দ্রযান-৩ লঞ্চ করা হবে। চাঁদের দক্ষিণ মেরুর ৭০ ডিগ্রি অক্ষাংশে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভারটি নামবে। মূলত সফট ল্যান্ডিং-র বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। আর এই অভিযান যদি সফল হয় তাহলে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারত চতুর্থ দেশ হিসেবে সফট ল্যান্ডিং-র রেকর্ড গড়বে।

এর আগে চন্দ্রযান-২ এর সময় সফট ল্যান্ডিং-এ ব্যর্থ হয় ভারত। ভারতের পর ইজরায়েল ও জাপান চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং-র চেষ্টা করে। কিন্তু তা হয়নি। অনুমান করা হচ্ছে ১৩ জুলাইয়ে লঞ্চ হওয়ার পর ২৩ আগস্ট চাঁদের মাটিতে ল্যান্ড করতে পারে যানটি

ইসরোর এক আধিকারিক বলেন, চন্দ্রযান-৩ এর ল্যান্ডার রোভারের মধ্যে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। প্রায় একই আছে বললেও ভুল হবে না। তবে সফল ল্যান্ডিং-র কথা ভেবে অতিরিক্ত সেন্সর লাগানো হয়েছে। সেন্সরগুলি প্রতিমুহূর্তে বার্তা দেবে যে অভিযান কোন পথে এগোচ্ছে।

সূত্র মারফত জানাচ্ছে, চন্দ্রযান-৩ এর জন্য খরচ হয়েছে ৬০০ কোটি টাকার একটু বেশি। ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। কিন্তু চাঁদের মাটি থেকে ২.১ কিমি আগেই চন্দ্রযানটি ভেঙে পড়ে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে নজর রাখছেন বিজ্ঞানীরা।

Chandrayaan-3: ইতিহাস গড়তে চলেছে ISRO, চাঁদের মাটিতে এবার চন্দ্রযান-৩!
মহাকাশে মহাকাশচারীদের ঘাম ও মূত্র থেকেই পুনরুদ্ধার করা যাবে পানীয় জল, নতুন মাইলস্টোন নাসার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in