দিল্লি সীমান্ত অঞ্চলে দু'দিনের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা, হরিয়ানার ১৭ জেলায় বন্ধ ইন্টারনেট

দিল্লি সীমান্ত অঞ্চলে দু'দিনের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা, হরিয়ানার ১৭ জেলায় বন্ধ ইন্টারনেট

দিল্লি সীমান্ত অঞ্চলে দু’দিনের জন্য বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ২৯ জানুয়ারি রাত ১১ টা থেকে ৩১শে জানুয়ারি রাত ১১টা পর্যন্ত সিঙ্ঘু, গাজীপুর, টিকরি প্রভৃতি দিল্লির সীমান্তবর্তী অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। গত ২৭ জানুয়ারি হরিয়ানার ঝাজ্জর, সোনিপত এবং পালওয়াল জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিলো হরিয়ানা প্রশাসন। সরকারি নির্দেশ অনুসারে ২৮ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ওইসব অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিলো।

এরপর গতকাল ২৯ জানুয়ারি ফের হরিয়ানার আরও ১৪ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এই তালিকায় ছিলো আম্বালা, যমুনা নগর, কুরুক্ষেত্র, কারনাল, কাইঠাল, পানিপথ, হিসার, জিন্দ, রোহতক, ভিওয়ানি, চারখি দাদরি, ফতেহাবাদ, রেওয়ারি এবং সিরসা। একই সঙ্গে আগের ৩ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। এবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হল দিল্লির বেশ কিছু সীমান্ত অঞ্চলে। শনিবার এই সিদ্ধান্তের কথা জানা গেছে।

ইন্টারনেট বন্ধের সরকারি নির্দেশিকা
ইন্টারনেট বন্ধের সরকারি নির্দেশিকাস্বরাষ্ট্রদপ্তরের ওয়েবসাইট থেকে সংগৃহীত
দিল্লি সীমান্ত অঞ্চলে দু'দিনের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা, হরিয়ানার ১৭ জেলায় বন্ধ ইন্টারনেট
২০১৪ থেকে ২০২১-এর ২৬ জানুয়ারি - দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে ৪৫৬ বার

সূত্র অনুসারে গাজীপুর সীমান্ত অঞ্চলে ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালই মুজফফরনগরে কৃষক আন্দোলনের সমর্থনে কৃষকদের বিশাল জমায়েত ‘মহাপঞ্চায়েত’ অনুষ্ঠিত হয়। তার আগের রাতেই এক ট্যুইট বার্তায় কৃষক নেতা রাকেশ টিকায়েত কৃষকদের প্রতি কৃষক আন্দোলনে অংশ নিতে আবেদন জানিয়েছিলেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in