ছবি প্রতীকী
ছবি প্রতীকীনিজস্ব চিত্র

G-mail: শেষ দু'বছরে একবারও ব্যবহার করেননি নিজের গুগল অ্যাকাউন্ট? দেখে নিন এর ফলে কী হতে পারে?

People's Reporter: গুগলের ব্লগ পোষ্ট অনুসারে শেষ দু’বছরের মধ্যে যারা কমপক্ষে একবার বা দু’বার তাঁদের অ্যাকাউন্ট সাইন ইন করেছেন তাঁদের অ্যাকাউন্টকে সক্রিয় বলে ধরা হবে এবং সেগুলিকে মোছা হবেনা।

দীর্ঘদিন জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন না? পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়? আগামী মাসেই আপনার জি-মেইল অ্যাকাউন্ট উড়ে যেতে পারে। যে সংখ্যা বেশ কয়েক লক্ষ। জানা গেছে, কমপক্ষে দু’বছর যারা তাঁদের জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেননি, তাঁদের অ্যাকাউন্ট সরিয়ে দিতে পারে গুগল। এই বছরের ডিসেম্বর মাসেই এই কাজে হাত দিতে চলেছে জি-মেইল। সেক্ষেত্রে অব্যবহৃত অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়া হবে।

এই বছরের মে মাসে এক ব্লগ পোষ্টে গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রিচেলি একথা জানিয়েছিলেন। গুগলের ইনঅ্যাকটিভিটি পলিসি অনুসারে ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কমপক্ষে ২ বছর যেসব অ্যাকাউন্ট ব্যবহার করা হয়নি অথবা খোলা হয়নি তাঁদের ওপরেই কোপ পড়তে পারে। ওই প্রতিবেদনে জানানো হয়েছিল, অ্যাকাউন্ট মুছে দেবার সঙ্গে সঙ্গেই মুছে দেওয়া হবে ওই মেল আইডিতে থাকা যাবতীয় তথ্য। ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত গুগল ওয়ার্কস্পেস, জি-মেইল, ডকস, ড্রাইভ, মিট, গুগল ফোটো এবং ক্যালেন্ডারের যাবতীয় তথ্যও মুছে দেওয়া হবে।

জানা গেছে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টগুলির ক্ষেত্রেই এই পদ্ধতি প্রয়োগ করা হবে। কিন্তু কোনও স্কুল অথবা কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকরী হবেনা।

গুগলের ব্লগ পোষ্ট অনুসারে শেষ দু’বছরের মধ্যে যারা কমপক্ষে একবার বা দু’বার তাঁদের অ্যাকাউন্ট খুলেছেন তাঁদের অ্যাকাউন্টকে সক্রিয় বলে ধরা হবে এবং সেগুলিকে মোছা হবেনা। এছাড়াও শেষ দু’বছরের মধ্যে যারা একবারের জন্য হলেও গুগল ড্রাইভ খুলেছেন, গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেছেন অথবা গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে কোনও ইউটিউব ভিডিও দেখেছেন কিংবা গুগল প্লে স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড করেছেন তাঁদের ক্ষেত্রে অ্যাকাউন্ট সক্রিয় আছে বলেই ধরা হবে।

জানা গেছে, এই মুহূর্তে যে সব গুগল অ্যাকাউন্ট ইউ টিউব ভিডিওর সঙ্গে সংযুক্ত সেই সব অ্যাকাউন্টও সরিয়ে দেবে না গুগল।

ছবি প্রতীকী
Internet Shut Down: বিশ্বজুড়ে একদিন ইন্টারনেট বন্ধ থাকলে ক্ষতির পরিমাণ কত হতে পারে? কী বলছে সমীক্ষা?
ছবি প্রতীকী
WhatsApp: নয়া ফিচার হোয়াটসঅ্যাপে! একই ফোন থেকে একইসঙ্গে চালানো যাবে দুটি অ্যাকাউন্ট!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in