ভারত সহ বিশ্বের বিভিন্ন অংশে অচল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম

হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম বেশ কিছুক্ষণ ধরে সমস্যায়। রিপোর্ট অনুসারে ভারত এবং বিশ্বের বেশ কিছু অংশে ব্যবহারকারীরা এই তিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছেন না।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত
Published on

হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম বেশ কিছুক্ষণ ধরে সমস্যায়। রিপোর্ট অনুসারে ভারত এবং বিশ্বের বেশ কিছু অংশে ব্যবহারকারীরা এই তিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছেন না।

ডাউনডিটেক্টর অন্যসারে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ-এর এই সমস্যা নিয়ে ২৯,৬৯৪ জন এখনও রিপোর্ট করেছেন। ফেসবুক নিয়ে রিপোর্ট জমা পড়েছে ১ লাখের বেশি। সোমবার সন্ধ্যে থেকে এই সমস্যা শুরু হয়েছে। ফেসবুক ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রাম – এই সংস্থাই একই কোম্পানীর মালিকানাধীন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in