Facebook: প্যালেস্তিনিয়দের বিরুদ্ধে হিংসার আহ্বান জানানো বিজ্ঞাপনে অনুমোদন - অভিযুক্ত ফেসবুক

People's Reporter: প্রতিবেদনে দাবি করা হয়, “কিছু বিষয়বস্তুতে প্যালেস্তিনিয় অসামরিক নাগরিকদের হত্যার জন্য সরাসরি আহ্বান জানানো ছিল।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে প্যালেস্তিনিয়দের বিরুদ্ধে হিংসার আহ্বান জানিয়ে তৈরি করা বেশ কিছু বিজ্ঞাপনে অনুমোদন দিয়েছে ফেসবুক। এই ধরণের কিছু বিজ্ঞাপনে প্যালেস্তিনিয় নাগরিক ও কর্মীদের হত্যার আহ্বান জানানো হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

দ্য ইন্টারসেপ্টের সাথে শেয়ার করা তথ্য অনুসারে, এই সমস্ত বিজ্ঞাপন হিব্রু এবং আরবি – এই দুই ভাষায় দেওয়া হয়েছে। যা Facebook এবং এর মূল কোম্পানি মেটার নীতি লঙ্ঘন করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, “কিছু বিষয়বস্তুতে প্যালেস্তিনিয় অসামরিক নাগরিকদের হত্যার জন্য সরাসরি আহ্বান জানানো ছিল। আবার কিছু বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল ‘প্যালেস্তিনিয়দের গণহত্যা' এবং 'গাজার মহিলা, শিশু এবং বয়স্কদের নিশ্চিহ্ন করার।

অন্যান্য কিছু পোষ্টে গাজার শিশুদের "ভবিষ্যত সন্ত্রাসবাদী" এবং "আরবের শূকর" হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্যালেস্তিনিয় সোশ্যাল মিডিয়া রিসার্চ এবং অ্যাডভোকেসি গ্রুপ 7amleh-এর প্রতিষ্ঠাতা নাদিম নাশিফ তাঁর রিপোর্টে জানান, “এই বিজ্ঞাপনগুলির অনুমোদন প্যালেস্তিনিয় জনগণের প্রতি মেটার ব্যর্থতার সর্বশেষতম উদাহরণ।”

তিনি আরও বলেন, "এই সংকটের সময়, আমরা প্যালেস্তিনিয়দের বিরুদ্ধে মেটার স্পষ্ট পক্ষপাত এবং বৈষম্যের একটি অব্যাহত ধারা লক্ষ্য করেছি।"

এই ঘটনা প্রসঙ্গে ফেসবুকের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে এই বিজ্ঞাপনগুলি ভুলবশত অনুমোদিত হয়েছে।

প্রতিবেদনে ফেসবুকের এক মুখপাত্রকে উল্লেখ করে জানানো হয়েছে, "আমাদের বর্তমান বিনিয়োগ সত্ত্বেও, আমরা জানি যে এমন কিছু উদাহরণ রয়েছে যা আমাদের নজর এড়িয়ে যায় বা আমরা ভুল করে ফেলি। কারণ মেশিন এবং মানুষ উভয়েই ভুল করে।"

তিনি আরও বলেন, "তাই বিজ্ঞাপনগুলি প্রকাশিত হবার আগে একাধিকবার পর্যালোচনা করে দেখে নেওয়া উচিত।" তিনি জানিয়েছেন, “যে বিজ্ঞাপনগুলি Meta-এর নীতি লঙ্ঘন করেছে সেগুলি ইতিমধ্যেই প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে৷”

এই বিজ্ঞাপনগুলি বিভিন্ন "ইসরায়েল-বিরোধী সংগঠন"-এর মোকাবিলার জন্য প্রাক্তন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা কর্মকর্তাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি দক্ষিণপন্থী ইসরায়েলি গ্রুপ অ্যাড কান তৈরি করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য একজন রাজনৈতিক কর্মীকে হত্যার আহ্বান জানানো ফেসবুকের বিজ্ঞাপন প্রকাশ সংক্রান্ত নিয়মের লঙ্ঘন।

ছবি প্রতীকী
Facebook: আঞ্চলিক ভাষায় ঘৃণাসূচক বক্তব্য শনাক্ত করার কোনো ব্যবস্থা ফেসবুকের নেই - দাবি বিশেষজ্ঞদের
ছবি প্রতীকী
Facebook: তালিবানিদের সমর্থনে পোষ্ট নিষিদ্ধ করলো ফেসবুক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in