

পৃথিবী এক নতুন মহাজাগতিক সঙ্গী পেল। যাকে 'দ্বিতীয় উপগ্রহ' বলা যেতে পারে। তবে এটি কোনো স্থায়ী উপগ্রহ নয়। আগামী ছ’দশক ধরে পৃথিবীর পাশে থাকবে এই বিশেষ মহাজাগতিক বস্তু। পৃথিবীর উপগ্রহ রূপেই সৌরজগতে বিরাজ করবে। যার নাম ২০২৫ PN7।
২০২৫ PN7 আসলে একটি ছোট গ্রহাণু। যেটি ‘অর্জুন গ্রহাণু’ গোত্রের অন্তর্ভুক্ত। মহাভারতের কেন্দ্রীয় চরিত্র অর্জুনের নামেই এমন নামকরণ। এটি সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবীর মতোই, এবং বর্তমানে পৃথিবীর সঙ্গে প্রায় সমান্তরাল গতিতে চলমান। এক অর্থে এটি পৃথিবীর জন্য এক ‘Quasi Moon’, অর্থাৎ আধা চাঁদ।
এই মুহূর্তে পৃথিবী থেকে প্রায় ৪০ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে ২০২৫ PN7, যা চাঁদের চেয়ে প্রায় ১০ গুণ বেশি দূরে। এর আয়তন মাত্র ১৮–৩৬ মিটার, অর্থাৎ একটি ছোট বিল্ডিংয়ের সমান।
চাঁদ যেমন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ, ২০২৫ PN7 কিন্তু পৃথিবীর নিয়ন্ত্রণে নেই। বরং সূর্যের মাধ্যাকর্ষণই এটিকে নিয়ন্ত্রণ করছে। যদিও অন্য গ্রহগুলোর ক্ষুদ্র প্রভাবও এর কক্ষপথে আছে।
ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের বিজ্ঞানীরা চলতি বছরের গ্রীষ্মে প্রথম এটি আবিষ্কার করেন। তাঁদের পর্যবেক্ষণে দেখা গেছে, ২০২৫ PN7-এর গতিপথ খুবই অনন্য। কখনও পৃথিবীর কাছে এগিয়ে যায়, কখনও পিছিয়ে পড়ে, কিন্তু মোটামুটি সমান্তরালভাবে পৃথিবীর সঙ্গে চলতে থাকে। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, ২০২৫ PN7 ছয়ের দশক থেকেই পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে এবং ২০৮৩ সাল পর্যন্ত সঙ্গী থাকবে। এরপর ধীরে ধীরে দূরে সরে যাবে।
এই মহাজাগতিক আবিষ্কার শুধু দৃষ্টিনন্দন নয়, বিজ্ঞানীদের জন্য এটি একটি বড় গবেষণার ক্ষেত্র খুলে দিয়েছে। ২০২৫ PN7-এর পর্যবেক্ষণ থেকে গ্রহাণুর গঠন, গতিশীলতা, অভিকর্ষের কার্যকারিতা এবং পৃথিবীর নিকটবর্তী মহাজাগতিক বস্তু শনাক্তকরণের কাজ আরও সহজ হবে।
বিশ্বের বিজ্ঞানীদের মতে, যদিও ২০২৫ PN7 পৃথিবীর জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করছে না, তবুও এটি সৌরজগতের রহস্য উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন