
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল কামচাটকা উপদ্বীপে বৃহস্পতিবার ভোরে প্রবল ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮ এবং উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। তীব্র এই কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৫.৮।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অবশ্য ভূমিকম্পের তীব্রতা কিছুটা কম, ৭.২ বলে জানিয়েছে। এদিকে কামচাটকার আঞ্চলিক গভর্নর ভ্লাদিমির সোলোদভ দ্রুত ক্ষয়ক্ষতির খোঁজখবর নিতে উদ্ধারকারী দলকে নির্দেশ দেন। তিনি টেলিগ্রামে লেখেন, “আজ সকাল আবারও কামচাটকার বাসিন্দাদের সহনশীলতার পরীক্ষা নিচ্ছে।”
প্রশান্ত মহাসাগর ও বেরিং সাগরের মুখোমুখি পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় এলাকাগুলিতে ০.৫ থেকে ১.৫ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় স্থানীয়দের সৈকত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কুরিল দ্বীপপুঞ্জেও সতর্কবার্তা জারি করে মস্কোর জরুরি দফতর। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিস আলাস্কার কিছু এলাকায় ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে।
তবে হাওয়াই ও কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার জন্য কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। আপাতত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেও কামচাটকা এলাকায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যা একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করতে বাধ্য করেছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন