রাজ্যে ফের নিম্নচাপের ভ্রূকুটি! বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

কলকাতাতেও নিম্নচাপের প্রভাব পড়বে। বেশকিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
ফাইল ছবি
ফাইল ছবিছবি - সুমিত্রা নন্দন

রাজ্যে ফের নিম্নচাপের ভ্রূকুটি। যার জেরে আগামী ২-৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এমনটাই জানাল আবহাওয়া দপ্তর।

পুরো সেপ্টেম্বর মাস জুড়েই বলা যেতে পারে বেশ কয়েকটি নিম্নচাপের সাক্ষী থেকেছে কলকাতা সহ রাজ্যবাসী। অক্টোবরের শুরুতেই ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণের জেলাগুলিতে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

কলকাতাতেও নিম্নচাপের প্রভাব পড়বে। বেশকিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে অক্টোবরের মধ্যেই বর্ষা বিদায় নেবে। উত্তর ভারতে ইতিমধ্যে বর্ষার বিদায় শুরু হয়ে গেছে। বর্ষা বিদায়ের নির্দিষ্ট সময় প্রতিবছরই থাকে। তবে এই বছর রাজ্যে সেইভাবে বর্ষার প্রভাব কিছু পড়েনি। যার ফলেই বারবার বঙ্গোপসাগরের বুকে এই ধরণের ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। বেশ কয়েকটি নিম্নচাপের ফলে বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও কমবে। আগামী কিছুদিন তাপমাত্রায় বিশেষ কিছু পরিবর্তন হবে না। ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে পশ্চিমবঙ্গে।

ফাইল ছবি
Rahul Gandhi: আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে - রাহুল গান্ধী
ফাইল ছবি
Sunny Deol: 'গুমসুদা কী তালাশ' - BJP সাংসদ সানি দেওলের নামে নিখোঁজ পোস্টারে ছয়লাপ পাঠানকোট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in