ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী

ভারতে হুমকির মুখে সাইবার নিরাপত্তা, ক্ষুদ্র শিল্পে বেড়েছে ‘র‍্যানসমওয়্যার’ আক্রমণ: রিপোর্ট

সাইবার-নিরাপত্তা সংস্থা নর্ড-লকারের মতে, ভারতে সবথেকে বেশি ‘র‍্যানসমওয়্যার’ আক্রমণ হয়েছে প্রযুক্তি বা IT শিল্পে। মোট আক্রমণের ২৩.৪০ শতাংশ হয়েছে এই শিল্পে।

ভারতে সাইবার নিরাপত্তা হুমকির মুখে। তার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে। বুধবার, এক রিপোর্টে এমনই দাবী করেছে সাইবার-নিরাপত্তা সংস্থা নর্ড-লকার (NordLocker)।

রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে ‘র‍্যানসমওয়্যার’ (Ransomware) নামক ‘ম্যালওয়ার’ আক্রমণের ক্ষেত্রে সারা বিশ্বে ১০তম স্থানে রয়েছে ভারত। শুধু তাই নয়, ক্ষুদ্র শিল্প (কমবেশি ৫০০ জন কর্মচারী কাজ করেন এমন শিল্প) ক্ষেত্রে এই আক্রমণের মাত্রা বেড়েছে। সামগ্রিকভাবে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৪.৭ শতাংশ।

সাইবার-নিরাপত্তা সংস্থা নর্ড-লকারের মতে, ভারতে সবথেকে বেশি ‘র‍্যানসমওয়্যার’ আক্রমণ হয়েছে প্রযুক্তি বা IT শিল্পে। মোট আক্রমণের ২৩.৪০ শতাংশ হয়েছে এই শিল্পে। এরপরেই রয়েছে- উত্পাদন শিল্প। যেখানে ১০.৯০ শতাংশ ‘র‍্যানসমওয়্যার’ আক্রমণ চালানো হয়েছে।

ভারতে সবচেয়ে সক্রিয় ‘র‍্যানসমওয়্যার’ গ্যাং হিসাবে লকবিট (LockBit) এবং রাগনার লকার (Ragnar Locker) পরিচিত। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুলাইয়ের মধ্যে এই দুটি গাং যথাক্রমে ১৩ শতাংশ এবং ৭.৮০ শতাংশ আক্রমণ চালিয়েছে।  

তথ্য অনুসারে, বার্ষিক ৮০ বিলিয়ন আয় করে/করেছে এমন বাণিজ্যিক সংস্থাকেও আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে ‘র‍্যানসমওয়্যার’ গ্যাং। ভারতে এই আক্রমণের পরিমাণ ১৭ শতাংশ।

তবে, ভারতে সবথেকে বেশি আক্রমণের শিকার হয়েছে সেই সকল শিল্প বা বাণিজ্যিক সংস্থা, যাদের বার্ষিক আয় ৮ থেকে ৪০ বিলিয়ন মার্কিন ডলার। এই ক্ষেত্রে আক্রমণের মাত্রা দাঁড়িয়েছে ৪১.৫ শতাংশ।

এছাড়া, ২০১ থেকে ৫০০ কর্মীবল নিয়ে যে শিল্প বা বাণিজ্যিক সংস্থায় কাজ করছে, সেখানেও ২২.৬০ শতাংশ ‘র‍্যানসমওয়্যার’ আক্রমণ হয়েছে। আর, ১,০০১ থেকে ৫,০০০ কর্মী রয়েছে, এমন সংস্থায় ১৭ শতাংশ আক্রমণ চালানো হয়েছে।

নর্ড-লকার সিটিও (NordLocker CTO) টমাস স্মালাকিস (Tomas Smalakys) বলেন, ‘এই ধরনের আক্রমণ অত্যন্ত প্রভাবশালী। গত কয়েক বছরে এই ধরণের ঘটনা বেড়েছে। কারণ, সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা সেভাবে কাজ করেনি।’

টমাস বলেন, ‘ক্ষুদ্র শিল্পকে সবথেকে বেশি টার্গেট করেছে র‍্যানসমওয়্যার গ্যাংগুলি। কারণ, এই বিষয়ে গ্যাংগুলির একটি পর্যবেক্ষণ আছে। তা হল- ক্ষুদ্র শিল্প বা কোম্পানিগুলি বাণিজ্যিক অগ্রগতির দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, সাইবার নিরাপত্তাকে সাইডলাইনে রেখে।’

ছবি - প্রতীকী
Sitaram Yechury: কোনো সংগঠনকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়না, RSS তিনবার নিষিদ্ধ হয়েছিল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in