Covid-19: ক্রমে সাধারণ সর্দিজ্বরের মতো হয়ে যাবে ভাইরাস: প্রফেসর ডেম সারা গিলবার্ট

অক্সফোর্ড-অ্যাস্ট্রা জেনেকা টিকার উদ্ভাবক অধ্যাপক ডেম সারা গিলবার্ট বলেছেন কোভিডের আর কোন মারাত্মক রূপান্তরের আশংকা নেই। ক্রমে এটি সাধারণ সর্দিজ্বরের মতোই হয়ে যাবে।
ডেম সারা গিল
ডেম সারা গিলফাইল ছবি অ্যাশরিজ হোম কেয়ারের সৌজন্যে
Published on

অক্সফোর্ড-অ্যাস্ট্রা জেনেকা টিকার উদ্ভাবক অধ্যাপক ডেম সারা গিলবার্ট বলেছেন কোভিডের আর কোন মারাত্মক রূপান্তরের আশংকা নেই। ক্রমে এটি সাধারণ সর্দিজ্বরের মতোই হয়ে যাবে।

ডেইলি মেইল জানিয়েছে,নতুন আরও মারাত্মক ভেরিয়ান্টের আশংকা দূর করে তিনি বলেছেন এটি যত ছড়াবে ততই এটির ক্ষমতা কমবে।

গিলবার্ট বলেছেন,সংক্রামক ভাইরাস হিসেবে থেকে গেলেও মানুষের প্রতিরোধ ক্ষমতা ভেদ করার মতো মারাত্মক হয়ে উঠতে পারবে না সার্স কভ টু।

৫৯বছরের গিলবার্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইন্সটিটিউটে জীবনদায়ী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিড১৯ টিকার গবেষণায় নেতৃত্ব দিয়েছিলেন।

রয়্যাল সোসাইটি অফ মেডিসিনে এক আলোচনা সভায় গিলবার্ট বলেন, আরও চার ধরনের করোনা ভাইরাসকে নিয়ে বসবাস করলেও সেগুলি নিয়ে যেমন কোন চিন্তা হয় না এটিও তেমনই হয়ে যাবে। এখন প্রশ্ন এটি নির্জীব হতে কত সময় নেবে আর এর মধ্যে ভাইরাসের মোকাবিলা কীভাবে করা হবে।

গিলবার্ট বলেছেন, সার্স কভ টু ভাইরাস ক্রমে সর্দিজ্বর ঘটানো অন্য করোনা ভাইরাসের মতোই হয়ে যাবে।

প্রতিবেদনে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের অতিমারির জন্য তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন গিলবার্ট। তিনি বলেছেন অতীতে যে রোগে সংক্রমণ ছড়িয়েছিল বা ভবিষ্যতে ছড়াতে পারে সেগুলি প্রতিরোধে অতিমারির আগে যে সব টিকা নিয়ে কাজ হচ্ছিল সেগুলোর জন্যে অর্থ যোগাড়ের চেষ্টা চলছে।

কোভিডের মোকাবিলায় আর্থিক সাহায্য পেলেও অতিমারির আগে যে কাজ হচ্ছিল তার জন্য অর্থ যোগাড়ের চেষ্টা করতে হচ্ছে।

তিনি আরও বলেছেন, অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার পরে রক্ত জমাট বাঁধার ঘটনা বিরল, বিশ্বের অন্য কোন অংশে এই ধরনের ঘটনার খবর কম।

গিলবার্ট এও বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ হিসেবে ভাইরাসের বেটা ভ্যারিয়েন্টের মোকাবিলায় ঈষৎ পরিবর্তিত যে টিকা দেওয়া হয়েছে তাতে আগের টিকার দুটি ডোজের তুলনায় সামান্য বেশি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে। তবে এখনও তথ্য জোগাড় করা হচ্ছে।

- with inputs from IANS

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in