Covid-19: 'Kappa' ও 'Delta' - ভারতে পাওয়া দুই করোনা ভ্যারিয়েন্টের নামকরণ করলো WHO

সোমবার নামকরণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে WHO। ভারতে প্রথম হদিশ মেলা করোনার B.1.617 স্ট্রেনকে ডাকা হবে বিজ্ঞানসম্মত নামেই। ভারতে হদিশ মেলা করোনার ভ্যারিয়েন্টকে ডাকা হবে ‘ডেল্টা' এবং 'কাপ্পা' বলে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থাফাইল ছবি সংগৃহীত

ভারতে হদিশ পাওয়া করোনার স্ট্রেনের নামকরণ নিয়ে বিতর্ক ছিলই। কেন্দ্র থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখনওই এমন নামকরণ করেনি। যদিও সোমবার এই নামকরণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল WHO। জানাল, দেশের নামে নয়। ভারতে প্রথমবার হদিশ মেলা করোনার B.1.617 স্ট্রেনকে ডাকা হবে বিজ্ঞানসম্মত নামেই। তারা ঠিক করেছে, ভারতে হদিশ মেলা করোনার এই বিপজ্জনক ভ্যারিয়েন্টকে ডাকা হবে ‘ডেল্টা' এবং 'কাপ্পা' ভ্যারিয়েন্ট বলে।

প্রসঙ্গত, হু আগেই জানিয়েছে, অতি সংক্রামক B.1.617 স্ট্রেনের হদিশ ভারতে প্রথম মিলেছিল অক্টোবর মাসে। একজনের শরীর থেকে অন্য জনের শরীরে দ্রুত ছড়াতে পারে। সংক্রমণ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর ভ্যাকসিন প্রতিরোধ ক্ষমতাও আগের থেকে খানিকটা বেড়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ভ্যাকসিন নেওয়া থাকলেও করোনার প্রথম স্ট্রেনের তুলনায় দ্রুতহারে সংক্রমণ ছড়াতে পারে। এই B.1.617 স্ট্রেন ইতিমধ্যেই ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি গোটা বিশ্বের করোনা চিত্র বদলে দিতে পারে বলেও দাবি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে।

এরপরেই B.1.617 স্ট্রেনকে অনেকে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বলে উল্লেখ করছিল। গত ১২ মে কেন্দ্র সরকারিভাবে B.1.617 স্ট্রেন ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বলা নিয়ে আপত্তি জানায়। হু জানায়, করোনার কোনও প্রজাতিকেই কোনও দেশের নাম দিয়ে নয়, বিজ্ঞানসম্মত নাম দিয়ে ব্যবহার হবে। আর সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে নতুন স্ট্রেনগুলিকে গ্রিক বর্ণ যেমন, আলফা স্ট্রেন, গামা স্ট্রেন, বিটা স্ট্রেন ইত্যাদি-তে চিহ্নিত করা হবে। সেই অনুযায়ী ভারতে প্রথম হদিশে মেলা ডবল মিউট্যান্ট B.1.617 স্ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’। অক্টোবরেই ভারতে আরও একটি স্ট্রেনের হদিশ পাওয়া যায়। B.1.617.1 স্ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘কাপ্পা ভ্যারিয়েন্ট’।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in