ব্রডকাস্টিং সার্ভিসেস (রেগুলেশন) বিল ২০২৪-এর সমস্ত খসড়া ফেরত চেয়ে পাঠালো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB)। সূত্র অনুসারে, যাদের কাছে এই খসড়া বিলের ছাপানো কপি পাঠানো হয়েছিল তাদের প্রত্যেকের কাছ থেকেই এই কপি ফেরত পাঠাতে বলা হয়েছে। ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
গত বছরের নভেম্বর মাসে প্রস্তাবিত এই বিল নিয়ে আলোচনা শুরু করে মন্ত্রক। সেই সময়েই প্রাথমিক খসড়া মুদ্রিত আকারে প্রকাশ করা হয়। এই বিলে সর্বশেষ যে সংযোজন করা হয় তার মধ্যে যুক্ত করা হয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অনলাইন ভিডিও ক্রিয়েটরস, বিভিন্ন ওটিটি কনটেন্ট এবং ডিজিটাল নিউজকে। নতুন এই বিষয়গুলিকে যুক্ত করা হয় “ডিজিটাল নিউজ ব্রডকাস্টার’ হিসেবে। বলা হয়েছিল, এখন থেকে যারা যারা এই ধরণের কাজের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে সরকারের কাছে নথিভুক্ত হতে হবে। যে বিষয় নিয়ে বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যমের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয় এবং বলা হয় এর ফলে মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হবে।
প্রস্তাবিত এই বিলের খসড়া ফেরত চেয়ে পাঠানোর কথা জানা গেলেও এই বিল সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করা হবে অথবা কিছু কিছু অংশে বদল আনা হবে কিনা তা এখনও জানা যায়নি। এই বিলের সর্বশেষ যে খসড়ার কথা জানা গেছিল তা এখনও প্রকাশ্যে আনা হয়নি। যদিও প্রকাশিত হবার আগেই তা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়।
সূত্র অনুসারে, এই বিলের সর্বশেষ যে খসড়া তৈরি করা হয়েছিল সেই ব্রডকাস্টিং সার্ভিসেস (রেগুলেশন) বিলে সমস্ত অনলাইন বিষয়বস্তু – যেখানে ইউটিউব এবং ইন্সটাগ্রামের স্বাধীন সাংবাদিক, স্বতন্ত্র সাংবাদিক, ওটিটি ব্রডকাস্টার, ডিজিটাল সংবাদ পরিবেশক সকলকেই নিয়ন্ত্রণের আওতায় আনা হবে। বিশেষ করে অনলাইন ইনফ্লুয়েন্সাররা যদি বর্তমান বিষয়ের ওপর কোন প্রতিবেদন সম্প্রচার করেন সেক্ষেত্রে তাদেরও সম্প্রচারক হিসেবে গণ্য করা হবে।
ওই বিলে আরও বলা হয়েছিল, OTT সম্প্রচার পরিষেবা অপারেটর এবং ডিজিটাল সংবাদ সম্প্রচারকদের প্রস্তাবিত আইনের বিজ্ঞপ্তির এক মাসের মধ্যে তাদের কার্যক্রম সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে অবহিত করতে হবে। এছাড়াও খসড়া বিলে স্বাধীন সদস্যদের সাথে বিষয়বস্তু মূল্যায়ন কমিটি, স্ব-নিয়ন্ত্রণের জন্য একটি অংশগ্রহণমূলক সম্প্রচার উপদেষ্টা পরিষদ, প্রোগ্রাম এবং বিজ্ঞাপনের জন্য আলাদা পদ্ধতি এবং অন্যান্যদের মধ্যে সংবিধিবদ্ধ শাস্তির ব্যবস্থাও করা হয়েছিল।
গত ৮ আগস্ট এই বিষয়ে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনের ডাক দেয় বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যমের সংগঠন ডিজিপাব। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যুইন্ট ডিজিটাল মিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রীতু কাপুর, এনডিটিভি-র প্রাক্তন সম্পাদক রবীশ কুমার, ইন্টারনেট ফ্রীডম ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা অপর গুপ্তা এবং দ্য ক্যারাভানের সম্পাদক অনন্ত নাথ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন