খনিজ অনুসন্ধানে আরও ১৩ বেসরকারি সংস্থাকে স্বীকৃতি কেন্দ্রের

খনিজ অনুসন্ধানের জন্য কেন্দ্র আরও ১৩টি বেসরকারী সংস্থাকে স্বীকৃতি দিয়েছে। সরকারী সূত্র থেকে একথা জানা গেছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য ফুগরো

খনিজ অনুসন্ধানের জন্য কেন্দ্র আরও ১৩টি বেসরকারী সংস্থাকে স্বীকৃতি দিয়েছে। সরকারী সূত্র থেকে একথা জানা গেছে। কেন্দ্রীয় এই সিদ্ধান্তের ফলে এখন মোট ২২টি বেসরকারি সংস্থা খনিজ অনুসন্ধানে যুক্ত হতে পারবে।

২০২১ সালে খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) MMDR আইনের সংশোধনের মাধ্যমে, QCI-NABET (কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া-ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং) দ্বারা যথাযথভাবে স্বীকৃত হওয়ার পরে বেসরকারি সংস্থাগুলিও খনিজ খাতের অনুসন্ধানে অংশ নিতে পারে।

বর্তমানে মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড (MECL) NMET ফান্ডিং এর মাধ্যমে খনিজ অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বর্তমান অন্বেষণের কাজ ছাড়াও, এমইসিএল অ্যাকশনেবল ব্লকের জন্য রিপোর্ট এবং অন্যান্য নথি তৈরির জন্য পরামর্শ পরিষেবা প্রদান করে।

(Only the headline and picture of this report may have been reworked by the People's Reporter staff; the rest of the content is auto-generated from a syndicated feed.)

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in