মণিপুরে মহিলাদের নগ্ন করে প্যারেডের ভিডিও - ট্যুইটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে কেন্দ্র
প্রতীকী ছবি

মণিপুরে মহিলাদের নগ্ন করে প্যারেডের ভিডিও - ট্যুইটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে কেন্দ্র

আইন অনুযায়ী, আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, এমন ভিডিও প্রচার করতে পারবে না টুইটার। এই ভিডিয়োটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এটা বুঝে আগেই টুইটারের পদক্ষেপ করা উচিত ছিল।
Published on

মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটনায় টুইটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে কেন্দ্র। টুইটার-সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

সংবাদসংস্থা সূত্রে খবর, আইন অনুযায়ী, আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, এমন ভিডিও প্রচার করা যাবে না। এই ভিডিয়োটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এটা বুঝে আগেই টুইটারের পদক্ষেপ করা উচিত ছিল। কিন্তু উল্টে যেভাবে ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেশের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইন ভেঙেছে টুইটার বলে মনে করছে কেন্দ্র সরকার।

গত রাতেই অ-সহযোগিতার জন্য এলন মাস্ক-মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে একটি আদেশ জারি করা হয়েছিল আইটি মন্ত্রণালয়ের তরফ থেকে। ভিডিওটি যাতে সোশ্যাল মিডিয়ায় আর সার্কুলেট না হয়, তা দেখছে মন্ত্রক।

টুইটারকে নোটিশ জারি করেছে জাতীয় মহিলা কমিশনও। মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা জানিয়েছেন, নিন্দনীয় কাজের জন্য দায়ী সকলকেই তাদের কাজের জন্য উপযুক্ত শাস্তি পেতে হবে।

উল্লেখ্য, বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে দুই মহিলাকে নগ্ন করে জোর করে রাস্তায় হাঁটানো হচ্ছে। অভিযোগ, ওই দুই মহিলাকে প্রথমে গণধর্ষণ করা হয়। তারপর একদল পুরুষ তাঁদের নগ্ন করে রাস্তায় ঘোরায়। ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার। ভিডিওটি ৪ মে'র ঘটনা।একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।

মণিপুরে মহিলাদের নগ্ন করে প্যারেডের ভিডিও - ট্যুইটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে কেন্দ্র
'গুরুতর সাংবিধানিক ব্যর্থতা, সরকার পদক্ষেপ না নিলে আমরা নেব', মণিপুর-কাণ্ডে হুঁশিয়ারি শীর্ষ আদালতের
মণিপুরে মহিলাদের নগ্ন করে প্যারেডের ভিডিও - ট্যুইটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে কেন্দ্র
'সভ্য সমাজের লজ্জা', মণিপুর-কাণ্ডে দেশজুড়ে বিক্ষোভের মাঝে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in