WhatsApp পরিষেবা বন্ধের বিস্তারিত কারণ জানাতে হবে, মেটাকে নোটিশ কেন্দ্রের

বিস্তারিত জানাতে হবে Indian Computer Emergency Response Team-কে। এই ঘটনার পর ভারতীয় গ্রাহকদের সব নথি ঠিক থাকবে কিনা, সাইবার হানার আশঙ্কা আছে কিনা তাও মেটাকে জানাতে হবে।
WhatsApp পরিষেবা বন্ধের বিস্তারিত কারণ জানাতে হবে, মেটাকে নোটিশ কেন্দ্রের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

দেশজুড়ে হোয়াটস অ্যাপ পরিষেবা ব্যাহতের বিস্তারিত কারণ জানাতে হবে মেটাকে। এই মর্মে মেটাকে নোটিশ দিয়েছে কেন্দ্র। সূত্রের দাবি, ভারতীয়দের নিরাপত্তার স্বার্থেই কারণ জানতে চেয়েছে ভারত সরকার।

মঙ্গলবার দুপুরে বিশ্বজুড়ে থমকে গিয়েছিল হোয়াটস অ্যাপ পরিষেবা। প্রায় ২ ঘণ্টা পর সমস্যার সমাধান হয়। এরপর মেটা-র তরফ থেকে দাবি করা হয়, টেকনিক্যাল সমস্যা হয়েছে। কিন্তু বিস্তারিত কিছু জানায়নি মেটা। তাতেই আপত্তি কেন্দ্রীয় সরকারের। মেসেজিং অ্যাপের হঠাৎ বন্ধ হওয়ার পিছনে কী কারণ আছে তা বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে Indian Computer Emergency Response Team-কে। এই ঘটনার পর ভারতীয় গ্রাহকদের সব নথি ঠিক থাকবে কিনা, সাইবার হানার আশঙ্কা আছে কিনা তাও মেটাকে জানাতে হবে। এই নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।

মঙ্গলবার হোয়াটস অ্যাপ কাজ করা বন্ধ হওয়াতে প্রায় ২০০ কোটি গ্রাহক সমস্যার সম্মুখীন হন। যার মধ্যে ভারতেই ৭০-৭৩ কোটি গ্রাহক। ব্যবসা, শিক্ষাক্ষেত্রে, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের একাধিক কাজ প্রায় ২ ঘন্টার জন্য থমকে গিয়েছিল।

ভারতীয় ডাউন ডিটেক্টরের তথ্য অনুসারে ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে দেশজুড়ে হোয়াটস অ্যাপ অচল হয়ে পড়েছিল। হিটম্যাপ অনুসারে বেঙ্গালুরু, দিল্লি, নাগপুর, লখনৌ, হায়দারাবাদ, চেন্নাই, কলকাতা এবং মুম্বাই সহ দেশের বিভিন্ন শহরে এই পরিষেবা স্তব্ধ ছিল। ভারত ছাড়াও ইংল্যান্ড, ইটালি, তুরস্কেও হোয়াটস অ্যাপ পরিষেবা বন্ধ ছিল।

WhatsApp পরিষেবা বন্ধের বিস্তারিত কারণ জানাতে হবে, মেটাকে নোটিশ কেন্দ্রের
Kerala: ছাঁটাই-এর আতঙ্ক, শ্রমমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা BYJU কর্মীদের
WhatsApp পরিষেবা বন্ধের বিস্তারিত কারণ জানাতে হবে, মেটাকে নোটিশ কেন্দ্রের
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় প্রথম দিল্লি, দ্বিতীয় কলকাতা - HEI SoGA রিপোর্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in