

দাম বাড়ছে এয়ারটেল প্রিপেডের। আগামী ২৬ নভেম্বর থেকে ভারতী এয়ারটেল প্রিপেডের খরচা বাড়তে চলেছে। জানা গেছে, ভারতী এয়ারটেল সংস্থা তাদের প্রিপেড টারিফ বাড়াচ্ছে প্রায় ২০ শতাংশ। যা কার্যকর হবে এই বছরের ২৬ নভেম্বর থেকে।
সোমবার এক বিবৃতিতে ভারতী এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতী এয়ারটেল সংস্থা সবসময় মোবাইল ‘অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার’ (এআরপিইউ) ২০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে রাখার চেষ্টা করেছে। যাতে মূলধনের ওপর যুক্তিসঙ্গত রিটার্ন পাওয়া যায় এবং সুস্থ ব্যবসায়িক মডেলের জন্য এটি গুরুত্বপূর্ণ।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, এআরপিইউ-এর এই স্তর স্পেকট্রাম এবং নেটওয়ার্কে আরও বিনিয়োগ সম্ভব করবে। এছাড়াও ৫জি পরিষেবার জন্য জায়গা তৈরিতে সহায়তা করবে। এই সংশোধন শুল্কের ভারসাম্য বজায় রাখতেও সহায়ক ভূমিকা নেবে বলেও জানানো হয়েছে।
- with IANS inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন