Barack Obama: গণতন্ত্রকে দুর্বল করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে - বারাক ওবামা

৪৪তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামা ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিষয়ে এদিন তিনি উদ্বেগ প্রকাশ করেন।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অনুষ্ঠানে বারাক ওবামা
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অনুষ্ঠানে বারাক ওবামাছবি বারাক ওবামার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

দীর্ঘদিন পর নীরবতা ভাঙলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি গণতন্ত্রকে দুর্বল করার জন্য তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ওবামা বর্তমান সময়কে "ইতিহাসের আরেকটি উত্তাল, বিপজ্জনক মুহূর্ত" বলে অভিহিত করেন।

তিনি বলেন, "বিভ্রান্তিকর তথ্য আমাদের গণতন্ত্রের জন্য হুমকি এবং এই হুমকি অব্যাহত থাকবে যদি না আমরা এর মোকাবিলায় একসাথে কাজ করি।"

৪৪তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামা ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিষয়ে এদিন তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ওবামা জোরের সঙ্গে বলেন, "পুতিন, এবং স্টিভ ব্যানন (ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা) এর মতো মানুষেরা বোঝেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার জন্য জনসাধারণের (ভুল তথ্য) বিশ্বাসের দরকার নেই।"

তিনি আরও বলেন, "আপনাকে শুধু একটি দেশের জনসাধারণের জন্য যথেষ্ট অসত্য তথ্য দিয়ে প্লাবিত করতে হবে। আপনাকে শুধু যথেষ্ট প্রশ্ন তুলতে হবে, যথেষ্ট নোংরা ছড়াতে হবে, যথেষ্ট ষড়যন্ত্র তত্ত্বের পরিকল্পনা করতে হবে, যাতে নাগরিকরা বিভ্রান্ত হয়ে বুঝতে না পারে যে কীসে বিশ্বাস করতে হবে।"

টেকক্রাঞ্চ-এর রিপোর্ট অনুসারে, ওবামা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া কোম্পানীগুলি যা সরবরাহ করেছে আমরা তার রেশ কাটিয়ে উঠতে এখনই বিকল্প পছন্দ বেছে নেওয়া উচিৎ। "আমরা এখন যে সমস্ত সমস্যাগুলি দেখছি তার সবটাই এই নতুন প্রযুক্তির অনিবার্য পরিণতি নয়। এগুলি ইন্টারনেট, সাধারণত, এবং বিশেষত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আধিপত্য বিস্তারকারী সংস্থাগুলির দ্বারা তৈরি করা খুব নির্দিষ্ট পছন্দের ফলাফল।"

প্রায় একঘণ্টা ব্যাপী ভাষণে ওবামা বলেন, সত্য এবং মিথ্যা, সহযোগিতা এবং সংঘাতের মধ্যে প্রতিযোগিতার মধ্যে, "এই প্ল্যাটফর্মগুলির নকশাটি আমাদের ভুল দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছে এবং আমরা তার ফলাফল দেখতে পাচ্ছি।"

- with IANS inputs

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in