
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পাড়ি দিচ্ছেন ভারতীয় বায়ুসেনার পাইলট শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার ৪০ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যাচ্ছেন কোনও ভারতীয়। যার আগে রাকেশ শর্মাকে মেন্টর হিসেবে সম্বোধন করে, তাঁকে সম্মান জানাতে বিশেষ উপায় অবলম্বন করলেন বায়ুসেনা।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রাকেশ শর্মাকে মেন্টর হিসেবে সম্বোধন করে শুভাংশু বলেন, "আমি মহাকাশে তাঁর (রাকেশ শর্মা) জন্য একটি চমক নিয়ে যাচ্ছি, ব্যক্তিগত কিছু। যা ফিরে আসার পর আমি তাঁকে উপহার দেব। ১৯৮৪ সালে মহাকাশ অভিযানের সময় তিনি (রাকেশ শর্মা) যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন তা বোঝা একটি গভীর অভিজ্ঞতা। তাঁর পরামর্শ আমি সবসময় মনে রাখি"।
তিনি আরও বলেন, "ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা আমার কাছে অনুপ্রেরণা। তিনি প্রতিটি অর্থেই একজন পরামর্শদাতা ছিলেন। নির্বাচনের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে Ax-4 মিশনের প্রস্তুতি পর্যন্ত আমাকে সমর্থন করেছেন। একজন সহযোগী আইএএফ পরীক্ষামূলক পাইলট হিসেবে, তিনি এই যাত্রার জন্য যে শারীরিক এবং মানসিক প্রস্তুতির প্রয়োজন তা বোঝেন। যদিও কিছু সীমাবদ্ধতার কারণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই, তবুও তিনি প্রতিটি পদক্ষেপে আমার সাথে ছিলেন"।
শুভাংশু বলেন, "এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল - শিক্ষার্থী, শিক্ষক এবং মহাকাশ ইন্ডাস্ট্রির সদস্যদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ। আমাদের লাইভ সেশনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে একজন ভারতীয় ভিআইপি এবং একাডেমিক এবং মহাকাশ সেক্টরের সাথে একটি বিশেষ লাইভস্ট্রিম অন্তর্ভুক্ত রয়েছে। যদি একটিও তরুণ মন আরও বড় স্বপ্ন দেখতে এবং আরও অন্বেষণ করতে অনুপ্রাণিত হয়, তাহলে আমরা আমাদের মিশনে সফল হব"।
সব ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবেন শুভাংশু শুক্লা। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের তৈরি মহাকাশ Ax-4 চড়ে আইএসএস যাচ্ছেন তাঁরা। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে ১৪ দিনের এই মহাজাগতিক সফরে পাইলট শুভাংশু। মাইক্রোগ্রাভিটিতে ৬০টিরও বেশি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবেন তাঁরা। বর্তমানে তাঁরা রয়েছেন কোয়ারেন্টাইনে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন